রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ। জিততে শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। রুদ্ধশ্বাস সেই মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠলেন রাকিবুল হাসান। ১৯তম ওভারে হাঁকালেন তিনটি ছক্কা ও একটি চার-ওভারে এলো ২০ রান।
শেষ ওভারে দরকার ছিল মাত্র ৭ রান, যা ২ বল হাতে রেখেই তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। ৪৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তাড়া করে ৩ উইকেটের জয় তুলে নেয় আকবর আলির দল।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তোলে ৩০১ রান। শেষ দিকে অ্যান্ডিলে সিমেলানের ৩৯ বলে ৬১ রানের ইনিংসে বড় স্কোর গড়ে প্রোটিয়ারা। জবাবে মাহফিজুল ইসলাম রবিন খেলেন ৮৭ রানের ইনিংস। আকবর আলীর ২৪ বলে ৪১ ও রাকিবুলের ১০ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ৫০ ওভারে ৩০১/৮ (মানাক ১৬, প্রিন্স ৩৫, ফন হার্ডিন ২২, এস্থাইজেন ৭১, মোগাকেন ০, মারাইস ৩১, ফরেস্টার ১৯, সিমেলানে ৬১, ফন ফুরেন ২৬*, মোকোয়েনা ৬*; রিপন ১০-২-৮৪-৩, রকিবুল ১০-০-৩৯-১, রাব্বি ১০-০-৩৩-১, পায়েল ৬-০-৪৮-১, আহরার ৭-০-৫১-২)
বাংলাদেশ ইমার্জিং: ৪৯.৪ ওভারে ৩০২/৭ (মাহফিজুল ৮৭, জিসান ৩১, প্রিতম ১৭, আরিফুল ৩৬, আহরার ৮, রাব্বি ৫, আকবর ৪১, তোফায়েল ২৪*, রকিবুল ২৪*; এন্ডুয়ানওয়া ১০-০-৫৮-২, সিমেলানে ৫-০-৩২-১, হার্ডিন ১০-০-৫১-২, মোগাকেন ৬-০-৪১-২)
ফল: বাংলাদেশ ইমার্জিং ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহফিজুল ইসলাম
Discussion about this post