ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করে স্পন্সরশিপ থেকে রবি সরে যাওয়ায় হতবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারছে না। যদিও নতুন জার্সিতে সোমবার মিরপুরের মাঠে পা রাখবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের প্রস্তুতি পর্বের প্রথম দিনই মুস্তাফিজরা মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন রবি’র লগো বিহীন নতুন জার্সিতে।
কারণ বেসরকারি মোবাইল কোম্পানি রবি মাঝপথে স্পন্সরশীপ চুক্তি বাতিল করেছে। আর পুরো ব্যাপারটায় বিস্মিত বিসিবি।
গত রোববার রাতে বিবৃতি পাঠিয়ে ‘প্রাসঙ্গিকতা হারানোয়’ বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করার কথা বিসিবিকে জানায় রবি। আর সোমবার বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, এশিয়া কাপের আগে নতুন স্পন্সরের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার চিন্তায় আছে বিসিবি। বিসিবি সিইও জানান, ‘আমাদের ইন্ডিভিজ্যুয়াল কিছু ক্রিকেটারদের সঙ্গে কনফ্লিকটিং ব্র্যান্ডের যেসব চুক্তি ছিল এটা নিয়ে রবির আপত্তি ছিল। আর সেটা পুরোপুরি সমাধান না হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে।’
এখানেই শেষ নয় নিজামউদ্দিন আরো জানান, ‘আমরা তাদের ব্যাখ্যা পুরোপুরি গ্রহণ করতে রাজি নই। বেশ কিছু স্টেপ রবির সঙ্গে আলোচনার পর নিয়েছিলাম। আপনারা জানেন যে, সাকিব আল হাসানের সঙ্গে একটা মোবাইল কোম্পানির চুক্তি ছিল সেটা বাতিল করেছিল সাকিব। তামিম ইকবাল উনিও করেছেন, ওর চুক্তি ছিল গ্রামীনফোনের সঙ্গে। অধিনায়ক মাশরাফি মর্তুজার সঙ্গে গ্রামীণের চুক্তি বাতিলও প্রক্রিয়ায় আছে। আমাদের কাছে রবির সিদ্ধান্ত হতবাক করার মতো। তারা যেটা আমাদের বলেছে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছিলাম, তারা সে সম্পর্কে অবগত আছে। আমাদের কাছে তাই সিদ্ধান্তটি বিস্ময়কর!’
২৬ আগস্ট এক আনুষ্ঠানিক বিবৃতিতে রবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবোজ্জল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে পৃষ্ঠপোষকতার দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।’
জানা গেছে, বিসিবি বারবারই স্পন্সরশিপ চুক্তির শর্ত ভঙ্গ করেছে। রবি আনুষ্ঠানিকভাবে এ কারণে চিঠিও দেয়। কিন্তু বিসিবি’র কাছ থেকে রবি কোন ইতিবাচক মিলেনি। চুক্তিতে উল্লেখ ছিল জাতীয় দলের ক্রিকেটাররা রবি ছাড়া অন্য কোন মোবাইল সেবাদাতা কোম্পানির হয়ে বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না।
রবির সঙ্গে বিসিবির স্পন্সরশিপ শুরু ২০১৫ সালে। প্রথম মেয়াদে সাফল্যের পর দ্বিতীয় মেয়াদে চুক্তি হয় গত বছরের জুলাই মাসে। দুই বছরের চুক্তির বিনিময় মুল্য ছিল ৬১ কোটি টাকা। এরমধ্যে জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল অনুর্ধ্ব-১৯ আর নারী দলের অফিসিয়াল স্পন্সর ছিল রবি।
Discussion about this post