ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন তিনি। ভাল করেই জানেন মাঠের ক্রিকেটে ঝড় তুললেই আবার ডাক মিলবে। তাইতো নিজেকে উজাড় করে দিচ্ছেন মোহাম্মদ অাশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে মঙ্গলবার তিনি পেলেন ব্যাটে-বলে সাফল্য। আরেক ম্যাচে শতরান করলেন রনি তালুকদার।
ব্যাটে হাফসেঞ্চুরি, বলে ২ উইকেট
নিষেধাজ্ঞা শেষ। জাতীয় দলে ফেরার রাস্তাটাও পরিস্কার। সাফল্য পেলেই কেবল মিলতে পারে ডাক। তারই পথ ধরে এবারের জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে হাফসেঞ্চুরি করলেন মোহাম্মদ আশরাফুল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে দাপটে ব্যাট করেন ঢাকা মেট্রোর এ ব্যাটসম্যান। এর আগে প্রথম দিনে ক্যারিয়ারসেরা ১৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাদমান ইসলাম। ঢাকা মেট্রো ১ম ইনিংসে তুলেছে ৪২৬ রান।
একইভাবে দিন শেষে বল হাতেও নজর কাড়লেন আশরাফুল। সিলেট বিভাগের ৬ উইকেটে ১৩৬ রান শেষ। এখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক নিয়েছেন ২ উইকেট। আরাফাত সানির শিকার বাকী ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১২২.৪ ওভারে ৪২৬/১০ (সাদমান ১৫৭, সৈকত ৪২, শামসুর ৩৪, মার্শাল ৫০, মেহরাব জুনিয়র ৩৮, আশরাফুল ৫৩, জাবিদ ২, সানি ০, অনিক ২৪, শহিদুল ২, আসিফ ২*; আবু জায়েদ ১/৪৬, খালেদ ০/৬৭, এনামুল জুনিয়র ৬/১৬৫)
সিলেট ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৩২/৬ (সায়েম ১১, শানাজ ১৮, ইমতিয়াজ ১, জাকের ১৯, কাপালী ২, রাজিন ১, শাহানুর ৩৪*, এনামুল জুনিয়র ৩৭*; শহিদুল ০/২৩, অনিক ০/৮, সানি ৪/৪৮, আশরাফুল ২/৩৫)
############
রনি তালুকদারের ব্যাটে
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে দাপট বোলারদেরই। এরমধ্যে অবশ্য শতরান তুলে নিয়েছেন রনি তালুকদের। ঢাকা বিভাগ প্রথম ইনিংসে তুলে ২৩৮ রান। এরপর চট্টগ্রাম বিভাগ অলআউট মাত্র ১৪২ রানে।
ঢাকার পেসার শাহাদাত হোসেন ৬২ রানে নেন ৪ উইকেট। আর ২য় ইনিংসে শতরান করলেন ওপেনার রনি তালুকদার। ঠিক ১০০ রানে অপরাজিত তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ২৩৮/১০ ও ২য় ইনিংস: ৪৩ ওভারে ১৭৬/০ (মজিদ ৬৬*, রনি ১০০*; নাঈম ০/৬৭, হাসান ০/৩৩, সাইফ ০/১৯, ইরফান ০/১৭, জুবায়ের ০/৩২)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৭ ওভারে ১৪২/১০ (সাদিকুর ৩০, শুক্কুর ০, মুমিনুল ০, তাসামুল ১২, মাহিদুল ৪, সাঈদ ২৬, সাইফ ২০, নাঈম ২, হাসান ১৮, জুবায়ের ৯, ইরফান ১৮*; শাহাদাত ৪/৬২, শরিফ ১/২৬, নাজমুল ১/২৬, মোশাররফ ২/২০, শুভাগত ১/৭)
Discussion about this post