কর্ম ব্যস্ত দিন শেষে দিনের আলো তখন নিভু নিভু করছে। ঠিক তখনই আলো জলমলে হয়ে উঠল মেলবোর্নের মায়ার মিউজিক বোল। বিশ্বকাপ ক্রিকেটের জন্য ২৩ বছরের অপেক্ষা অবশেষে ফুরাল! সুর মুর্ছনা আর রঙীন আতশবাজির বর্নীল আয়োজন দিয়ে পর্দা উঠল একাদশতম বিশ্বকাপ ক্রিকেটের।
মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হয় আলো জলমলে উদ্ভোদনী অনুষ্ঠান। তার আগেই অবশ্য উৎসব শুরু হয়ে যায় অন্য প্রান্তে। বিশ্বকাপের আরেক আয়োজক দেশ নিউজিল্যান্ড মন জয় করে নেয় ক্রিকেট বিশ্বের।
ক্রাইস্টচার্চের নর্থ হ্যাগলিতে বিকেল থেকেই জড়ো হচ্ছিলেন অনেকেই। স্থানীয় সময় রাত নয়টা বাজতেই রাতের বিষন্ন আর অন্ধকার আকাশ এক নিমিষে হয়ে উঠল আলো জলমলে। নিউজিল্যান্ডের বিখ্যাত ত্রয়ী ‘সোল থ্রি মায়ো’ শোনালেন অন্যরকম এক গান। থাকল জিনি ব্ল্যাকমোর, হেইল ওয়েস্টিনের মনমুগ্ধকার পরিবেশনা। এরই ফাকে মঞ্চে দেখা মিলল অজি কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, স্টিফেন ফ্লেমিং আর ব্রেন্ডন ম্যাককালামকে।
দেশটির আদিবাসি সংস্কৃতি থেকে থেকে শুরু করে কৃষ্টি কালচারের পুরোটাই ফুটিয়ে তোলা হয় সেই আয়োজনে। দৃশ্যপটে চলে আসে সেই ২০১১ সালের ফ্রেবুয়ারির দুঃস্মহ স্মৃতি। সেবছর ভুমিকম্পে প্রান হারানোদের স্মরন করা হয় অনুষ্ঠানে। জীবন কখনো থেমে থাকেনা-এই স্লোগানটাও ভেসে এল উদ্বোধনী মঞ্চ থেকে।
তার আগে সবাইকে স্বাগত জানান মেয়র লিয়ানি ডালজেইল। জানিয়ে দেন আগামী ৫০ দিন বিশ্ববাসীকে ক্রিকেটে মাতিয়ে রাখতে তারা প্রস্তুত। নিউজিল্যান্ডের প্রধান মন্ত্রী জন কে আয়োজনটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিলেন।
অন্যদিকে মেলবোর্নের মায়ার মিউজিক বোলে থাকলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা শেষ করে হেলিকপ্টারে চলে আসেন ভেন্যুতে। সঙ্গে ছিলেন অন্য অংশগ্রহনকারী দেশের অধিনায়করাও।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্য অংশগ্রহনকারী দেশগুলোর মতো তুলে ধরা হল বাংলাদেশকেও। ‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে’-এই শিরোনামের গান ভেসে আসল মঞ্চ থেকে। শুন্য ব্যান্ডের এমিল আর নেমেসিস ব্যান্ডের জিহাদকে নিয়ে গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী হাবিব। এসময় মঞ্চে বাংলাদেশের পারফরমাদের গানের তালে নাচতেও দেখা গেল।
অন্য দিকে আরেক আয়োজক অস্ট্রেলিয়াও গানে, নৃত্যে তুলে ধরল তাদের সংস্কৃতি। এরই ফাকে গানের মায়াজালে মুগ্ধ করলেন জেসিকা হিলডা, টিনা অ্যারেনার মতো তুমুল জনপ্রিয় শিল্পী।
বিশ্বের ১ বিলিয়ন দর্শক দেখলেন জমকালো এ আয়োজন।
Discussion about this post