অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন সানিয়া মির্জা। কারনটাও সংগত। তার যে দারুণ সুসময়! মার্টিনা হিনগিসকে সঙ্গে নিয়ে একের পর এক ডাবলসের শিরোপা। এবার হয়ে গেল নবম ট্রফি।
তাইতো পুরো বলিউড মেতেছে সানিয়াতে। কেউ তাকে ভালবেসে ডাকছে ‘দানব’ নামে। কেউ আবার সানিয়ার কাছে হায়দারাবাদের বিখ্যাত বিরিয়ানি খাওয়ানোর আবদারও করছেন।
রুপালি পর্দার তারকা ফারহান আখতার, বরুন ধাওয়ান, সোনাক্ষী সিনহা মাতলেন সানিয়া বন্দনায়। সোনাক্ষী টুইটারে লিখলেন, ‘‘ভবিষ্যতে আরও যা যা জিতবে তার জন্য শুভেচ্ছা। তুমি সত্যিই দানব!’’ ফারহান আখতার আদর করে এই গ্ল্যামার গার্লকে ডাকলেন ‘‘রকস্টার।’’ হালের হার্টথ্রব বরুণ ধাওয়ানের টুইট করলেন, ‘‘গর্বিত, খুশি। এ বার বিরিয়ানি খাওয়াও!’’
কে জানে এখন হয়তো পার্টি দেবেন সানিয়া!
Discussion about this post