ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতেই ফাইনালের টিকিট পেয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বুধবার দলটির প্রতিপক্ষ হতে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। প্রথম কোয়ালিফায়ারে চাপেই আছে মাশরাফি বিন মর্তুজার দল। ফাইনালে উঠতে হলে এবার ঢাকার বিপক্ষে জয় চাই তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে উঠতে দুই দলের সামনেই একই সমীকরণ-জিতলেই ফাইনাল, হারলে বিদায়!
বিপিএলের ফাইনালে রংপুরের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে ঢাকার। এবার সেই ধাক্কা সামলে উঠতে চায় দলটি।
আবার এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস চলে যাওয়ায় নিজেদের ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত রংপুর। কুমিল্লা বিপক্ষে পাওয়ার প্লেতে তেমন সুবিধা করতে পারেনি বিপিএল চ্যাম্পিয়নরা। অধিনায়ক মাশরাফি বলছিলেন, ‘সন্ধ্যার পর উইকেটের চেহারা ও আচরণ পাল্টে যায়। তখন রান ওঠে বেশি। এ উইকেটে আমাদের যা করা উচিৎ ছিল, তার চেয়ে অন্তত ১৫-২০/২৫ রান কম হয়েছিল। তবে আমাদের ঢাকার বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লে’তে হাত খুলে খেলার তাগিদটা বাড়াতে হবে। সেখানে কার্যকর কিছু করার চিন্তাও করতে হবে।’
ক্রিস গেইল, মেহেদি মারুফদের দিকেই তাঁকিয়ে রংপুর। কুমিল্লার বিপক্ষে হারের ক্ষত ভুলে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগের ম্যাচে ভুল শুধরে ফাইনালে উঠতে মাঠে নিজেদের সেরাটাই দিতে চান রংপুরের ক্রিকেটাররা।
মিরপুর শেরেেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ঢাকা ডায়নামাইটস দল- সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, শাহাদাত হোসেন রাজিব, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, নাঈম শেখ, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ ও ইয়ান বেল।
রংপুর রাইডার্স দল- ক্রিস গেইল, রাইলি রুশো, রবি বোপারা, বেনি হাওয়েল, ওশান থমাস, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন,শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।
Discussion about this post