দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিয়ে উপজেলা থেকে জাতীয় দলে খেলোয়াড় তুলে আনার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে টেস্ট মর্যাদার ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বুলবুল বলেন, ‘আমি চাই, প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষও যেন বলতে পারে- আমি বাংলাদেশ ক্রিকেটের অংশ। আমাদের লক্ষ্য, রংপুর, বরিশাল, কক্সবাজার কিংবা নীলফামারীর ছেলেমেয়েরাও জাতীয় দলের স্বপ্ন দেখতে পারে।’
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা শুধু ঢাকাকেন্দ্রিক ক্রিকেট চাই না। প্রত্যেক অঞ্চলে বিসিবির নিজস্ব কাঠামো থাকবে, স্থানীয় সিলেকশন কমিটি থাকবে এবং নিজেরা খেলোয়াড় নির্বাচন করবে। এটি দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এক নম্বর দল হওয়া। এটা সময়ের ব্যাপার মাত্র। সবার সম্মিলিত প্রয়াসে আমরা সফল হব।’ ক্রিকেট গার্ডেনের বর্তমান অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন বিসিবি সভাপতি। বলেন, ‘এই মাঠে আমি ফার্স্টক্লাস ম্যাচ খেলেছি, এখন দেখে হতাশ হলাম। এখানে অবকাঠামোগত উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। এটি আমাদের অগ্রাধিকার থাকবে।’
রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়া উচিত বলে মনে করেন তিনি, ‘তবে এটি কেবল বিসিবির পক্ষে সম্ভব নয়, সরকারের সিদ্ধান্ত জরুরি। তবে বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করবো।’
শুধু প্রতিভা নয়, সঠিক প্রশিক্ষণ ও সুযোগই গড়ে তোলে ভবিষ্যতের তারকা-এই উপলব্ধি থেকে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে নিয়ম মেনে দল নির্বাচন হবে, ভালো কোচ তৈরি হবে, যারা আবার পরবর্তী প্রজন্মের ক্রিকেটার তৈরি করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অনূর্ধ্ব-১২ বয়সী ছেলে ও মেয়েদের ১৪টি দল অংশ নেয় সিক্স-এ-সাইড ম্যাচে। এছাড়াও ছিল বোলিং স্পিড চ্যালেঞ্জ, হিট দ্য স্টাম্প, চিত্রাঙ্কন, কমেন্ট্রি শেখা ও ক্রিকেট মেন্টরিং সেশন। বিকেলে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হোসাইন সামির সঞ্চালনায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, সাজেদুল ইসলাম এবং জাতীয় নারী দলের জান্নাতুল ফেরদৌস সুমনাসহ অন্যান্য অতিথিরা।
Discussion about this post