ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডু অর ডাই ম্যাচ। জিতলে ফাইনাল। হারলে বিদায়। এমন সমীকরণে রংপুর রাইডার্সের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। বুধবার মিরপুরের শেরেবাংলায় বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে হেসে-খেলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা পেলেও সময় মতো সুপার ফ্লপ মাশরাফি বিন মর্তুজার দল। ফাইনালে উঠার দুটো সুযোগই কাজে লাগাতে পারেনি দলটি।
অন্যদিকে টেনেটুনে প্লে-অফে জায়গা করে নিয়ে সাকিবের দল পেলে ফাইনালের টিকিট। শুক্রবার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে ৫ উইকেট হারাল ঢাকা। ২০ বল হাতে রেখেই অনায়াস জয়।
প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স তুলে ১৪২ রান। ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। জবাবে নেমে শুরুতে উপুল থারাঙ্গা আর সুনিল নারাইনকে হারালেও এরপরই পথ খুঁজে পায় ঢাকা। সাকিবের ব্যাট থেকে আসে ২৩। কায়রন পোলার্ড ১৪। আর আন্দ্রে রাসেল অপরাজিত ৪০ রানে দলকে নিয়ে যান লক্ষ্যে।
এর আগে ব্যাট করতে নেমে রংপুর চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। যা একটু লড়লেন মোহাম্মদ মিঠুন ও রবি বোপারা। আরো একবার ব্যর্থ ক্রিস গেইল। ঝড়ের গতিতে শুরু করলেও এরপরই ফ্লপ। তার আগে নাদিফ চৌধুরী কিছুক্ষণ লড়াই করেন। শুভাগত হোমকে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। ১২ বলে করেন ২৭ রান।
গেইল আরো একবার হতাশ করে ১৩ বলে করেন ১৫ রান। রান পেলেন না এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশো। আউট হয়েছেন প্রথম বলেই! তারপর পথ দেখাচ্ছিলেন বোপারা ও মিঠুন। কিন্তু মিঠুন ২৭ বলে ৩৮ রানে ধরেন সাজঘরের পথ।
লড়ে যাচ্ছিলেন বোপারা। কিন্তু তিনিও থামেন ৪৩ বলে ৪৯ রানে। রুবেল হোসেন ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট। আন্দ্রেস রাসেল ও অনিক নেন দুটি উইকেট।
শুক্রবারের বিপিএলের ফাইনালে দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই। ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ঢাকা লড়বে ২০১৫ সালের চ্যাম্পিয়ন কুমিল্লার সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ১৯.৪ ওভারে ১৪২ (গেইল ১৫, নাদিফ ২৭, মিঠুন ৩৮, রুশো ০, বোপারা ৪৯, হাওয়েল ৩, মাশরাফি ০, নাহিদুল ৪, ফরহাদ ২, শফিউল ০, অপু ০*; রাসেল ৪-০-৩১-২, রুবেল ৩.৪-১-২৩-৪, শুভাগত ১-০-১৮-১, সাকিব ৪-১-২৯-১, নারাইন ৪-০-১৮-০, অনিক ৩-০-২১-২)।
ঢাকা ডায়নামাইটস: ১৬.৪ ওভারে ১৪৭/৫ (থারাঙ্গা ৪, নারাইন ১৪, রনি ৩৫, সাকিব ২৩, পোলার্ড ১৪, সোহান ৯*, রাসেল ৪০*; মাশরাফি ৪-০-৩২-২, ফরহাদ ১-০-১৩-০, অপু ৩.৪-০-৪৭-১, শফিউল ৩-০-২০-০, নাহিদুল ২-০-১৬-০, হাওয়েল ৩-০-১৭-১)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : রুবেল হোসেন
Discussion about this post