ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মিরপুরের শেরেবাংলার উইকেটে এভাবে ব্যাটিংয়ে ঝড় তুলবে কুমিল্লা ভিক্টোরিয়ানস, আঁচ করা যায়নি! রংপুর রাইডার্সের ১৬৫ রানকেই মনে হচ্ছিল নিরাপদ স্কোর। বেনি হাওয়েলের ব্যাটিং জয়ের ভিত গড়ে দিয়েছিল রংপুরের। কিন্তু লিগ পর্বে দুবার হারানো দলটার সঙ্গে এবার পেরে উঠেনি রংপুর। এভিন লুইসের অসাধারণ ব্যাটিংয়ে জয় নিয়ে ফাইনালে উঠে গেছে কুমিল্লা।
সোমবার রাতে প্রথম কোয়ালিফায়ারে ৮ উইকেটে জিতেছে কুমিল্লা। রাইডার্সের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের চ্যালেঞ্জ ৭ বল বাকি থাকতেই করে ফেলে ইমরুল কায়েসের দল। ২০১৫ আসরের পর আবারো বিপিএলের ফাইনালে উঠছে কুমিল্লা।
তবে ছিটকে যায়নি রংপুর। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ডু অর ডাই ম্যাচে লড়বে তারা।
কুমিল্লার জয়ের নায়ক এভিন লুইস। দলের এই ক্যারিবিয়ান ওপেনার ৫৩ বলে খেলেন ৭১ রানের ঝড়ো এক ইনিংস।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যদিও টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। পাওয়ার প্লেতে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে করে ৩৪ রান। তবে বিগ ম্যাচে এসে ভাল খেলেন ক্রিস গেইল। ৪৪ বলে করেন ৪৬ রান। এরপর রাইলি রুশো ও হাওয়েলের ব্যাটে শেষ ৫ ওভারে ৭৪ রান যোগ করেন দু’জন। রুশো ৩১ বলে তুলেন ৪৪ রান।
হাওয়েল ২৮ বলে অপরাজিত থাকেন ৫৩ রান। কুমিল্লার ক্যাচ মিসের সুযোগেই বড় সংগ্রহ গড়তে পারে রংপুর।
জবাব দিতে নেমে তামিম-লু্ইস গড়েন ৩৫ রানের উদ্বোধনী জুটি। তামিম ফিরেন ১৭ রানে। দ্বিতীয় উইকেটে এনামুলের সঙ্গে ৬৩ বলে ৯০ রানের জুটি গড়েন লুইস। এনামুল ৩২ বলে খেলা ৩৯ রান করেন।
তারপর তৃতীয় উইকেট জুটিতেশামসুর রহমান-লুইস ২২ বলে গড়েন ৪১ রানের জুটি। শামসুর ১৫ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে। আর ৫৩ বলে খেলা ৭১ তুলে দলকে জেতান লুইস।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬৫/৫ (গেইল ৪৬, মারুফ ১, মিঠুন ৩, রুশো ৪৪, বোপারা ৩, হাওয়েল ৫৩*, নাহিদুল ৬*; সাইফ ৪-০-৪২-১, মেহেদি ৪-০-২৮-১, ওয়াহাব ৪-০-৪৯-১, সঞ্জিত ৪-০-১৪-১, আফ্রিদি ৩-০-১৯-০, থিসারা ১-০-৭-০)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৮.৫ ওভারে ১৬৬/২ (তামিম ১৭, লুইস ৭১*, এনামুল ৩৯, শামসুর ৩৪*; নাহিদুল ৩-০-১৮-০, সোহাগ ২-০-১৫-০, মাশরাফি ৪-০-৪৩-১, রেজা ২.৫-০-২৯-০, হাওয়েল ২-০-১৯-০, শফিউল ৩-০-২১-১, বোপারা ২-০-২০-০)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এভিন লুইস
Discussion about this post