ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না-এমন অভিযোগ তুলে ধর্মঘটে গেল বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি তুলে ধরেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীমসহ অন্য ক্রিকেটাররা।
মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন। সব মিলিয়ে বড় ধরণের ঘটনাই ঘটে গেল বাংলাদেশ ক্রিকেটে। স্থবির হয়ে গেল সবকিছু।
চলুন দেখে নেই ক্রিকেটারদের সেই ১১ দফা দাবি-
১. ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কখনো সোচ্চার না হওয়ায় কোয়াবের বর্তমান কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ সবাইকে পদত্যাগ করতে হবে। ক্রিকেটারদের প্রতিনিধি ক্রিকেটারদেরই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করতে দিতে হবে।
২. প্রিমিয়ার লিগের দলবদলের নিয়ম আগের মত করতে হবে, যেন ক্রিকেটারদের দল বেছে নেওয়ার এবং পারিশ্রমিক নিয়ে দর কষাকষির সুযোগ থাকে।
৩. পরের বছর থেকে আগের মত বিপিএল হতে হবে, বিদেশীদের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় ক্রিকেটারদের ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। নিলামের সময় ক্রিকেটারদের নিজেদের গ্রেড বেছে নেবার স্বাধীনতা দিতে হবে।
৪. প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ, প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়াতে হবে। সারা বছরই কোচ-ফিজিও-ট্রেনারের ব্যবস্থা করতে হবে বিভাগীয় পর্যায়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো মানের বল দিতে হবে।
৫. ডিএ ১৫০০ টাকার চেয়ে বাড়াতে হবে। ট্রাভেল অ্যালাউন্স ২৫০০ টাকায় কিছু হয় না। ম্যাচ ভেনুতে যেন ক্রিকেটাররা প্লেনে যেতে পারে এবং স্টেডিয়ামে যেন মানসম্পন্ন, অন্তত এসি বাস দিতে হবে। জিম এবং সুইমিংপুল আছে এমন হোটেলে ক্রিকেটারদের রাখতে হবে।
৬. জাতীয় পর্যায়ে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে; বাড়াতে হবে তাঁদের বেতন।
৭. বাংলাদেশের সব পর্যায়ের কোচ-আম্পায়ার-ফিজিও-ট্রেনার থেকে গ্রাউন্ডসম্যান, সবার বেতন বাড়াতে হবে।
৮. ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট বাড়াতে হবে; বিপিএলে আগে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে হবে; জাতীয় লিগে চার দিনের ম্যাচের সঙ্গে এক দিনের ম্যাচও আয়োজন করতে হবে।
৯. ঘরোয়া ক্রিকেটের একটি নির্দিষ্ট ক্যালেন্ডার থাকতে হবে।
১০. ঢাকা প্রিমিয়ার লিগের পারিশ্রমিক নির্দিষ্ট সময়ে দিতে হবে।
১১. বিদেশে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা যাবে না-এমন নিয়ম তুলে দিতে হবে।
Discussion about this post