দুঃস্বপ্নের মতো একদিন। ঠিক তাই। এই দিনটাকে হয়তো ভুলেই যেতে চাইবেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হতাশ করা বোলিং করলেন এই পেসার। প্রথম ওভারে পাওয়ার প্লেতে অবশ্য দেন ৮ রান, নেন ১ উইকেট। পরের ওভারে ৯ রান দিয়ে আরেকটি উইকেট। তারপরই পথ হারালেন। নিজের শেষ দুই ওভারে সর্বনাশ! তার পথ ধরে বল হাতে অন্যরকম ফিফটি লেখা হলো দ্য ফিজের নামের পাশে।
টি-টুয়েন্টিতে রান দেওয়ার ফিফটি এর আগেও করেছেন মুস্তাফিজ। এবার বাংলাদেশের হয়ে গড়লেন অনাকাংখিত এক রেকর্ড। যা কীনা পেতে চায় না কেউ। টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড স্পর্শ করেন মুস্তাফিজ। গত জুলাইয়ে এই হারারেতে ৪ ওভারে ৫০ রান দেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সিরিজের প্রথম ম্যাচে শনিবার হারারেতে মুস্তাফিজ ৪ ওভারে দেন ৫০ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এবার নিয়ে তৃতীয়বার এক ম্যাচে পঞ্চাশ রান দিলেন বাঁহাতি এ পেসার। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে এক ম্যাচে রান দেওয়ার ফিফটি তিনবার করেছেন শুধু রুবেল হোসেন।
এর আগে মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন নাজেহাল হয়েছিলেন। ২০১৮ সালে দুই ম্যাচে ৫০ রান করে দেন তিনি। প্রথমটি ছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। অন্য ম্যাচটি হয়েছিল মিরপুরের হোম অব ক্রিকেটে।
রুবেল ও মুস্তাফিজের পথে আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এই পেসার বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রান দেওয়ার ফিফটি ছুঁয়েছেন। এই অভিজ্ঞতা আছে মাশরাফি বিন মুর্তজারও।
Discussion about this post