ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণ ফিরে পেয়েছে রাশিয়া বিশ্বকাপ। এখানে এবার ফেভারিট বলে কিছু নেই। প্রতি ম্যাচেই পাল্টে যাচ্ছে হিসেবে ছক। জমে উঠা সেই বিশ্বকাপে চলছে নানা সমীকরণ। সেই জটিল অঙ্কের এক ম্যাচে আজ শুক্রবার নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আইসল্যান্ড। এ ম্যাচে ইউরোপের দলটি জিতলে আরো বিপাকে চলে যাবে আর্জেন্টিনা। তাদের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন প্রায় শেষই হয়ে যাবে। সন্দেহ নেই আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচে আজ চোখ থাকবে আর্জেন্টিনা ভক্তদের। তারা পরাজয় কামনা করবে আইসল্যান্ডের।
শুক্রবারের প্রথম ম্যাচে ফেভারিট ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। প্রথম ম্যাচ ড্রয়ের পর এ ম্যাচে জয় চাইছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে সার্বিয়ার লড়বে সুইজারল্যান্ডের সঙ্গে। চলুন এবার দেখে নেই শুক্রবারের ম্যাচ তিনটির সময়সূচী-
ব্রাজিল-কোস্টারিকা
সরাসরি, সন্ধ্যা ৬টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা
সনি ইএসপিএন, সনি টেন টু
নাইজেরিয়া-আইসল্যান্ড
সরাসরি, রাত ৯টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা
সনি ইএসপিএন, সনি টেন টু
সার্বিয়া-সুইজারল্যান্ড
সরাসরি, রাত ১২টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা
সনি ইএসপিএন, সনি টেন টু
Discussion about this post