কথায় আছে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স সিড়ি বানিয়ে দেয় জাতীয় দলের। এ মৌসুমে ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলছেন নুরুল হাসান সোহান। এখন অব্দি সবচেয়ে বেশি (১৫২) স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। রানও করেছেন ৩৪৬। ঠিক এমন সময়ে পেলেন সুখবর। জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের বাংলাদেশ দলে আছেন তিনি।
ডিপিএলে এবার মোহামেডানের বিপক্ষে ৪৬ রানে ৩ উইকেট হারানোর পর নেমে ৩৪ বলে ৬৬ রানের দারুণ ইনিংস। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩০ বলে ৪৪, প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৭ বলে ৪৪, প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২৪ বলে ৪২ রানের ইনিংস।
সর্বশেষ টেস্ট খেলেছেন সেই ২০১৮ সালে। এবার তিন ফরম্যাটের দলে। তাকে এমন সুযোগ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ওর সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন। আমরা ওকে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে নিয়ে গিয়েছিলাম। সেখানে টিম ম্যানেজমেন্টও যথেষ্ট খুশি ছিল ওর স্কিল সেশন, ওর অনুশীলন সেশনগুলোতে। আমরা নির্বাচক প্যানেলও ওর পারফরম্যান্সে সন্তুষ্ট। বর্তমান ফর্ম ও সবকিছু মিলিয়ে ওকে বিবেচনা করা হয়েছে।’
৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ এই সিরিজে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে সফরকারীরা। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু ৭ জুলাই টেস্ট দিয়ে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডের তিন ম্যাচ। ২৩ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ জুলাই। সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
Discussion about this post