তাদের দু’জনের নৈপুন্য নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক আগেই। তারপরও টিকে ছিলেন জাতীয় দলে। কিন্তু এবার ঠিকই বিদায় ঘন্টা বাজল তাসকিন আহমেদ আর সৌম্য সরকারের। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে নেই এই দুই তারকা। বাজে পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো বাদ পড়লেন দু’জন।
সর্বশেষ ৫ ওয়ানডে ম্যাচে মাত্র ৪ উইকেট পেয়েছেন তাসকিন। যার মধ্যে টানা তিন ম্যাচে ছিলেন উইকেটশূন্য। ব্যর্থ সৌম্য সরকারও। সর্বশেষ ৬ ওয়ানডেতে রান করেছেন ৪২ রান।সর্বোচ্চ করেছেন ২৮ রান, ইংল্যান্ডের বিপক্ষে ১ জুন ওভালে খেলেন এই ইনিংস । সৌম্য-তাসকিনের ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেখুন, সৌম্যর প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। যেহেতু তার ধারাবাহিকতার অভাব, কিছুদিনের বিরতি দিয়েছি ওকে। আমাদের পুলেই সে আছে। আশা করি ছন্দে ফিরবে, ধারাবাহিকতা ধরে রাখবে। তখন তাকে আমরা বিবেচনা করব। তাসকিনেরও একই অবস্থা। গত দক্ষিণ আফ্রিকা সফরে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। কিছুদিন বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলার দরকার আছে ওর।’
বাদ পড়েছেন লিটন দাসও। তার ব্যাপারে মিনহাজুল বলেন, ‘লিটনকে সব সময় টেস্টে বিবেচনা করি। ও দক্ষিণ আফ্রিকায় টেস্টে ভালো করেছিল বলে ওয়ানডেতে রেখে দিয়েছিলাম। সেখানে অন্য কাউকে নিলে আসা-যাওয়ার ব্যাপার ছিল। কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপারও ছিল। বড় দৈর্ঘ্যের ক্রিকেটেই তাকে আমরা বিবেচনা করে থাকি।’
আগামী ১৫ জানুয়ারি থেকে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের পাশাপাশি খেলবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
Discussion about this post