ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন একমাত্র টেস্টের জন্য রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ফর্মহীনতা নয়, তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
রোববার মিরপুরে মাহমুদউল্লাহর ব্যাপারে নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ সিনিয়র ক্রিকেটার, ওর বিশ্রামের দরকার আছে। আমরা আগে থেকে ঠিক করেছি যে ওকে এই সিরিজে দল থেকে বাদ রাখবো, যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে আমরা হোম সিরিজ খেলছি, এখানে আমরা নতুন কিছু ক্রিকেটারকে দেখতে চাচ্ছিলাম। কিছু ক্রিকেটারকে আমরা পাকিস্তান ট্যুরেও নিয়েছি।’
মাহমুদউল্লাহর ব্যাট সর্বশেষ রানের দেখা পেয়েছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। এরপর আর টেস্ট আর ৩০ রানের গণ্ডি পার করতে পারেননি তিনি। যে কারণে এবার বাদ পড়ার গুঞ্জন ছিল তাকে ঘিরে। শেষ পর্যন্ত রোববার সেটা সত্যি হয়েছে। যদিও প্রধান নির্বাচক বলছেন ভিন্ন কথা।
Discussion about this post