ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোয়ারেন্টিনের দুঃসহ সময় শেষ। এখন বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে অনিন্দ্য সুন্দর কুইন্সটাউনে। সেখানেই চলছে পাঁচ দিনের ক্যাম্প। স্কিল অনুশীলন শেষে এখানেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার ক্রিকেটাররা। তারপরই আসল লড়াই। ২০ মার্চ থেকে ডানেডিনে শুরু নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে।
কুইন্সটাউনের সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটি জানান দিচ্ছেন অন্তর্জালে। সোশাল মিডিয়াতে ছবি পোস্ট করছেন সফরে থাকা ক্রিকেটাররা। এরমধ্যে শনিবার ছুটির দিনে আনন্দেই সময় কেটেছে। ছুটিটা নিজেদের মতো করে উপভোগ করেছেন তারা।
দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ জানালেন কুইন্সটাউনের কেমন চলছে অনুশীলন। এই পেসার বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টিন একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল আমাদের। সেটা শেষ করার পর ইতোমধ্যে আমরা দুই দিন অনুশীলন করেছি। অনুশীলনে সুযোগ-সুবিধাও অনেক ভালো। শনিবার আমাদের অনুশীলন বন্ধ ছিল। এই দলের সবাই মজার কিছু সময় কাটিয়েছি। আশা করি, সামনেও অনেক ভালো যাবে। এখানকার প্রস্তুতি ম্যাচে কাজে লাগাতে পারবো আমরা।’
টাইগারদের আরেক ক্রিকেটার নাঈম শেখ বলেন, ‘আমরা সাত দিন কোয়ারেন্টিনে থাকতেও প্র্যাকটিস করেছি। তো ওখানকার (ক্রাইস্টচার্চের) উইকেটের চেয়ে এখানে (কুইন্সটাউন) উইকেট অনেক স্বাচ্ছন্দ্যের। আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আর অনুশীলন আমি এখানে উপভোগ করার চেষ্টা করছি। এখানে আমি আগেও এসেছি। এখানে পরিস্থিতি ও আবহাওয়া আমার কাছে অনেকটাই স্বাচ্ছন্দ্যপূর্ণ।’
কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পের সঙ্গে একটি অনুশীলন ম্যাচও খেলবে দল। তারপরই ১৮ মার্চ ডানেডিন উড়াল দেবেন মুশফিকুর রহিমরা। ২০ মার্চ প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ ও ২৬ মার্চ পরের দুই ওয়ানডে। ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবারাত্রির।
টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।
Discussion about this post