ওয়ানডে সিরিজে মিরপুরের শেরেবাংলায় দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে মাঠে নামতেই ছন্দে টাইগাররা। তারা একটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টিতে হারিয়েছে ইংল্যান্ডকে। ফের ঢাকায় মিশন। এবার সিরিজের বাকি দুই টি-টুয়েন্টি। যেখানে একটা ম্যাচ জিতলেই সিরিজ টাইগারদের।
তার আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচের টিকিটের দাম ও প্রাপ্তিস্থান জানাল বিসিবি। সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে ৬ উইকেটে জিতে এগিয়ে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ম্যাচ রোববার, মিরপুরের হোম অব ক্রিকেটে।
এই ম্যাচ ও ১৪ মার্চের টিকিট মিলবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত টিকিট কেনা যাবে। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও বিক্রি করা হবে টিকিট। খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ ১৫০০ টাকায়। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ১০০০।
ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড-এর টিকিট ৩০০ টাকা। খোলা আকাশের নিচে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ২০০ টাকায়।
Discussion about this post