ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই জানা গেছে-বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য টিকিট থাকবে একেবারেই কম। আর সেই সোনার হরিণ নামের টিকিট মিলবে শুক্রবার থেকেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানাল, সরাসরি বুথ থেকে টিকিট পাওয়া যাবে। শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
তিন ক্যাটাগরির টিকিট কেটে দর্শকরা দেখতে পাবেন বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান। যার মধ্যে ১০ হাজার টাকায় মাঠে বসেই দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা। ক্লাব হাউসের টিকিট ১০০০ টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এবার হবে বিশেষ বিপিএল। নাম-বঙ্গবন্ধু বিপিএল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর মাতাবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পরিবেশনা থাকবে ভারতীয় শিল্পী কৈলাশ খের আর সনু নিগম। বাংলাদেশের তারকা মমতাজ ও জেমসও গাইবেন।
জানা গেছে ১০-১২ হাজারের মতো লোক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন। সাত-আট হাজারের মতো টিকিট কিনতে পারবেন সাধারণ দর্শকরা। তবে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে তিনটি চ্যানেলে। গাজী টিভি ও মাছরাঙা ও নিউজ ২৪ চ্যানেলে দেখা যাবে অনুষ্ঠান। ঢাকা শহরের বেশ কয়েকটি পয়েন্টসহ দেশের সাতটি বিভাগে বড় পর্দায় দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠান।
Discussion about this post