ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। সেই আনন্দে বুঁদ হয়ে থাকার কথা থাকলেও শুরুতেই মন খারাপ হয়ে গেলো শামীম হোসেন পাটোয়ারীর। ভিসা জটিলতায় প্রস্তুত থেকেও যেতে পারেন নি জিম্বাবুয়েতে। বৃহস্পতি ও শুক্রবার ভোরে দুই ভাগে জিম্বাবুয়ে সফরে গিয়েছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের ক্রিকেটাররা। কিন্তু জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা পেসার রুবেল হোসেন ও টি-টুয়েন্টি দলে ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার শামীম হোসেন ভিসা জটিলতার তাদের সঙ্গী হতে পারেন নি।
ভিসা সমস্যার সমাধান হলে তারা জিম্বাবুয়ে যাবেন। অথচ এরইমধ্যে জিম্বাবুয়েতে পৌঁছে গেছে ওয়ানডে দলে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন। আফ্রিকার দেশটিতে পা দিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তারা। শুক্রবার জিম্বাবুয়ের পথ ধরেছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও আমিনুল ইসলাম।
জিম্বাবুয়ের ভিসা অফিসের ভুলে কিছু কৌশলগত সমস্যায় যেতে পারেন নি রুবেল-শামীম। সেটা সহসাই সমাধান হবে।
জিম্বাবুয়েতে বাংলাদেশ দল এখন খেলছে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপরই ওয়ানডে সিরিজ। যেখানে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। তারপর টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।
Discussion about this post