ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা-আতঙ্কে কাঁপছে পুরো পৃথিবী। অনেক দেশেই চলছে মৃত্যুর মিছিল। যা সামলেই ব্যস্ত দেশগুলো। এ ভয়ে আবার গৃহবন্দী মানুষও। এদিকে আবার বন্ধ খেলাধুলা, পিছিয়ে গেছে অলিম্পিক, ইউরোর মতো বড় ইভেন্টগুলোও। কিন্তু এরই মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বলছে তারা আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ যথা সময়ে আয়োজন করতে চায়।
ভারতের টাইমস নাও নিউজ ডট কম আইসিসির এক বিবৃতির উল্লেখ করে জানিয়েছে, ‘করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক কমিটি এ মুহূর্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে। আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২০ অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এটি যথাসময়ে আয়োজনের পরিকল্পনা আমাদের আছে।’
টাইমস নাও নিউজ ডট কম জানালেও এখনও আইসিসির ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন তথ্য দেয়নি।
মরণ ব্যাধি করোনাভাইরাসের কারণে একের পর এক সিরিজ স্থগিত না হয় বাতিল হয়ে গেছে। এদিকে আবার প্রতিটি দেশই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে ঘরোয়া ক্রিকেট। গুঞ্জন আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপও নাকি দুই বছর পিছিয়ে যাবে। এরইমধ্যে আবার ভারতের টাইমস নাও নিউজ ডট কম দিল ভিন্ন খবর। তাতে হয়তো বৈশ্বিক ঐ টুর্নামেন্ট নিয়ে আশা জাগতে পারে ক্রিকেট ভক্তদের। যদিও সবাই এখন করোনার ভয়ে আতঙ্কিত।
Discussion about this post