গত বাংলাদেশ প্রিমিয়ার লিগটা (বিপিএল) ভুলে যেতে পারলেই যেন বাঁচে চিটাগং ভাইকিংস। তলানি থেকে গতবার শেষ করেছিল দলটি। কিন্তু এবার শুরুতেই চ্যাম্পিয়ন বধ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারাল চিটাগং। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ী দলের অধিনায়ক তামিম ইকবাল বললেন নানা কথা। এখানে তারই কিছু অংশ তুলে ধরা হল।
গতবারের বাজে টুর্নামেন্টের পর এবার জয়ে শুরু…
গতবার আমরা খুব ভালো শুরু পাইনি। অনেকগুলো ক্লোজ ম্যাচও হেরেছি। আমার কাছে মনে হয় গতবারের কথা ভুলে যাওয়া ভালো। কিন্তু গতবারের কথা বারবার মনে করাচ্ছে, ওই ধারভাষ্যকার বলেন.. পুরস্কার বিতরণীতে বারবার গতবারের কথাই বলছে। আমার কাছে মনে হয় এ বছর আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা একটা ম্যাচ জিতেছি। এটা বলব না যে আমরা সামনে ভুল করব না। চেষ্টা করব কত কম ভুল করার জন্য। এটাই আমাদের টার্গেট থাকবে।
কুমিল্লাকে হারানোতে খুশি, নাকি মাশরাফিকে হারানোতে বেশি খুশি?
সত্যি বলতে কি ম্যাশ ভাইকে হারিয়েই আমি বেশি খুশি। ওর সঙ্গে আমার সম্পর্কটা বেশ মজার সেটা সবাই জানে।
নিজের আউট নিয়ে ভাবনা…
আজকে একবারই রান আউট হয়েছি। হয়ে গেছে আর কি…আমি শিউর এটা ও নিজেও ইচ্ছা করে করেনি। আমি মনে করেছিলাম ওটা ২ রান হয়ে যেত। এটা ক্রিকেটে আসলে হবেই। আগামী ১০ ম্যাচে হয়ত আরও ৫ বার হতেও পারি।আমি নিশ্চিত ওর ইনটেনশন ঠিক ছিল আমারও ঠিক ছিল। মিস কমিউনিকেশনের কারণে ভুল হয়ে গেছে।
জুনিয়রদের কি পরামর্শ থাকে?
আমি ম্যাচ শুরুর আগে লোকাল প্লেয়ারদের বলি, হয়ত আমাদের সাথে ৪-৫জন বড় নাম আছে। কিন্তু ছায়া হয়ে থেকো না কোনোদিন। এ বিপিএল আমাদের টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট এখন আগের মত নেই যে দশটা ম্যাচের দশটাই হারে। আমরা এখন ম্যাচ জিতি এবং বেশ শক্তিশালী দল। ওদেরকে তুমি দেখাও যে তুমি কত ভালো ক্রিকেটার। ট্রাই টু এক্সপ্রেস ইউরসেলফ। এটাই আমার উপদেশ ছিল। কখনো ছায়া হয়ে থেকো না। আপনি যদি দেখেন প্রতি বিপিএলে দুই-তিনজন বাংলাদেশি হিরো পাই। আমি যেটা বলেছিলাম এবার এটা আমার দল থেকেই চাই। এটা দলকে বলেছিলাম। আমার দল থেকেই যেন দলটা বের হয়।
Discussion about this post