কোনরকম লুকোচাপায় যান নি। ডিয়েগো ম্যারাডোনা সরাসরিই জানিয়েছিলেন ফের আর্জেন্টিনার কোচ হতে চান তিনি। এমন কী প্রসঙ্গ টেনে বলেন-‘ব্রাজিল যদি কার্লোস দুঙ্গাকে কোচ করতে পারে তবে আলবেসেলেস্তের কোচ আমি কেন নই?’
কিন্তু প্রত্যাশা পুরন হলো না ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তির। জেরার্ডো মার্টিনোকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আলেসান্দ্রো সাবেলার উত্তরসুরী হলেন বার্সেলোনার এই সাবেক কোচ।
মঙ্গলবার এএফএ তাদের ওয়েবসাইটে মার্টিনোকে কোচ করার ঘোষণা দেয়। জানা গেছে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া সাবেলা পদত্যাগের পরই তার সঙ্গে চুক্তি সেরে নিয়েছিল এএফএ।
৩ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে মার্টিনো অধ্যায় শুরু হবে।
৫১ বছর বয়সী মার্টিনো এর আগে ছিলেন বার্সেলোনা এবং প্যারাগুয়ের কোচ। ক্লাব কোচকে এবার জাতীয় দলে পাচ্ছেন লিওনেল মেসি।
Discussion about this post