চট্টগ্রাম টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তবে ম্যাচটা হাতছাড়া হয়ে যায়নি মুশফিকদের। টেস্টের তৃতীয় দিনের শেষে ১ উইকেট হাতে নিয়ে ৭২ রান লিড নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ডেভিড ওয়ার্নারেরর সেঞ্চুরিতেই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে যায় সফরকারীরা। তারপর মেহেদী হাসান মিরাজ ও বার্থডে বয় মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে ম্যাচে ফিরে টাইগাররা। ৩টি করে উইকেট নিয়েছেন মিরাজ ও মুস্তাফিজ।
বৃষ্টি বিঘ্নিত দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ৩৭৭ রান। এর আগে বাংলাদেশ ১ম ইনিংসে ৩০৫ রান তুলে অলআউট হয়ে যায়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাচ মিসের মহড়া না দিলে অবশ্য আরো আগেই শেষ হয়ে যেতে পারতো অজিরা। বুধবারও হাত ফস্কে গেল তিনটি ক্যাচ। তবে ঢাকা টেস্টের মতো এবারো বিপদের মুখে ত্রানকর্তা সাকিব আল হাসান। তার থ্রো সরাসরি আউট পিটার হ্যান্ডসকম (৮২)।
কিন্তু ডেভিড ওয়ার্নারকে আটকানো যায়নি। ঢাকার পর চট্টগ্রামে তুলে নেন শতরান। যদিও সেই চেনা ব্যাটিং ছিল না তার। খেলেছেন ক্যারিয়ারের মন্থরতম সেঞ্চুরি। ২০৯ বলে তিন অঙ্কে পৌঁছেন তিনি। খেলেন ৩১৩ মিনিট। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১২৩ রান করে আউট ওয়ার্নার।
ম্যাচে অবশ্য এখনো আছে টাইগাররা। সকালে চটজলদি প্রতিপক্ষকে আউট করে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখালেই টেস্ট ম্যাচটি নিজেদের হতে পারে! ঢাকায় প্রথম টেস্টে ২০ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৫/১০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৮ ওভারে ৩৭৭/৯ (আগের দিন ২২৫/২) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০*; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ৩/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)
Discussion about this post