ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই গল্প। নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ। ভেন্যু পাল্টালেও পাল্টায় নি বাংলাদেশের খেলা। একইভাবে ব্যাটসম্যানরা ব্যর্থতার পসরা সাজালেন। আর বোলাররাও লড়তে পারলেন না। আবার নিউজিল্যান্ডও থাকল চেনা পথে। মার্টিন গাপটিল তুলে নেন টানা দুই সেঞ্চুরি। তারই পথ ধরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কিউইরা জিতে নিয়েছে এক ম্যাচ আগেই।
প্রতিকূল আবহাওয়ায় মোহাম্মদ মিঠুন আবারো দুর্দান্ত ব্যাট করলেন। কিছুটা সময় লড়েছেন সাব্বির রহমান। দল পায় ২২৬ রানের পুঁজি। এরপর গাপটিলের সেঞ্চুরিতে ৮৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
আগের ম্যাচেও শতরান পেয়েছিলেন গাপটিল। এবার ৮৮ বলে ১১৮ রান করেন তিনি। প্রথম ওয়ানডেতে এই ওপেনার অপরাজিত থাকেন ১১৬ বলে ১১৭ রানে। টানা দুই ম্যাচেসেরা হলেন তিনি।
৭৬ বলে শতরান করেন গাপটিল। ১৬তম ওয়ানডে সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন নাথান অ্যাস্টলকে। নিউজিল্যান্ডের হয়ে তাদের চেয়ে বেশি শতরান রস টেলরের (২০টি) । ৬৫ রান করেন কেন উইলিয়ামসন।
ক্রাইস্টচার্চেও ব্যাট হাতে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। একজন ঠিকই ব্যাট হাতে দাপট দেখালেন। তিনি মোহাম্মদ মিঠুন। এবারো দুর্দান্ত ইনিংসে প্রতিরোধ গড়লেন তিনি। সঙ্গে সাব্বির রহমানও লড়লেন। তবে অন্যরা সুপার ফ্লপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলও আটকে গেল অল্প পুঁজিতে।
কিউইদের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে শনিবার বাংলাদেশ অলআউট ২২৬ রানে। মিঠুন পেলেন টানা দ্বিতিয় হাফসেঞ্চুরি। এবার করেন ৬৯ বলে ৫৭ রান। সাব্বির রহমান ৬৫ বলে ৪৩।
সকালের বৃষ্টিতে ব্যাটিং করাটা আরো কঠিন হয়ে যায় বাংলাদেশের। আবার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় স্রোতের বিপরীতে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন তামিম ইকবাল। আর লিটন দাস শুরুতেি্ আক্রমনাত্মক হতে গিয়ে আউট। তামিম প্রথম রানের দেখা পান ১৫ বল খেলে। শেষ অব্দি ২৮ বলে ৫ রান করে ফিরেন তিনি।
আর মুশফিকুর রহীম ও সৌম্য সরকার এবারো পারলেন না। মুশফিক দুই জীবন পেয়ে করেন ২৪ রান। আর সৌম্য ২২। মাহমুদউল্লাহ দ্রুত ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর মিঠুন আর সাব্বিরের ব্যাটে কিছুটা স্বস্তি। ১৫ ওয়ানডেতে চতুর্থ ফিফটি পান মিঠুন। ৪৩ রান থেকেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে। তারপর ৫৭ করে ফিরেন তিনি। আর সাব্বিরকে থামেন ৪৩ রানে। কিন্তু দল লড়াি্ করতে পারল না। আরেকটি ম্যাচে হার মানল। একইসঙ্গে সিরিজ থেকেও ছিটকে গেল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৬/১০ (তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, মিঠুন ৫৭, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ৪৩, মিরাজ ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩, মুস্তাফিজ ৫*; হেনরি ১০-২-৩০-১, বোল্ট ১০-১-৪৯-১, ডি গ্র্যান্ডহোম ৪-০-২৫-১, ফার্গুসন ১০-০-৪৩-৩, অ্যাস্টল ১০-০-৫২-২, নিশাম ৫.৪-০-২১-২)।
নিউজিল্যান্ড: ৩৬.১ ওভারে ২২৯/২ (গাপটিল ১১৮, নিকোলস ১৪, উইলিয়ামসন ৬৫*, টেলর ২১*; মাশরাফি ৬-০-৩৭-০, সাইফ ৬-০-৪৪-০, মিরাজ ৭.১-০-৪২-০, মুস্তাফিজ ৯-০-৪২-২, সাব্বির ৪-০-২৮-০, সৌম্য ১-০-১০-০, মাহমুদউল্লাহ ৩-০-২৫-০)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: মার্টিন গাপটিল
Discussion about this post