আবার কী তাহলে জাতীয় দলের দরজা খুলবে মোহাম্মদ আশরাফুলের? তেমন সম্ভাবনা যদিও খুব এটা নেই। কিন্তু ঘরোয়া ক্রিকেট ঠিকই পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ফিক্সিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আবারো ক্রিকেটে দাপিয়ে বেড়াতে শুরু করেছেন এই তারকা ক্রিকেটার। এবারের জাতীয় ক্রিকেট লিগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তিনি। প্রথম রাউন্ডে সেঞ্চুরি দিয়ে শুরু হয়েছিল সেই দাপট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আশরাফুলের দল ঢাকা মেট্রো লড়েছে স্বাগতিক চট্টগ্রাম বিভাগের সঙ্গে। গত সপ্তাহের শনিবার দুর্দান্ত হাফসেঞ্চুরির পর বুধবার বল হাতে চমক দেখিয়েছেন আশরাফুল। তিন উইকেট উইকেট নেন তিনি। ড্র ম্যাচে ব্যাট হাতে ৬৬ ও বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট নেন তিনি। অার সোমবার ম্যাচসেরার পুরস্কারটিও দেয়া হয়েছে আশরাফুলকে।
অবশ্য এর মধ্যে অসুস্থতার কারণে কিছুদিন মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে। সেই আগের ফর্ম ফিরে পেতে লড়ে যাচ্ছেন তিনি। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে পথচলা শুরু। এরপর ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাশ। আন্তর্জাতিক ক্রিকেটে আছে ৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি।
২০০৫ সালের ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের নায়ক ছিলেন আশরাফুল। এরপরই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলে যোগ্যতার পরিধিটা দেখিয়ে দেন। তারও আগে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তার শতরানটি দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে আছে।
সেই আশরাফুল আবারো কি জাতীয় দলের জার্সি পড়তে পারবেন? প্রশ্নটা সময়ের জন্য তোলা থাকল।
Discussion about this post