স্মরনীয় এক বছর পার করল নিউজিল্যান্ড। চারদিনে ক্রাইস্টচার্চ টেস্ট জিতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল বছর পার করল কিউইরা।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। তাতেই ২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এ বছর এটি কিউইদের পঞ্চম টেস্ট জয়। নিজেদের
৮৪ বছরের টেস্ট ইতিহাসে এটিই তাদের সবচেয়ে সফল বছর।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার, ওয়েলিংটনে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৪৪১/১০ (ম্যাককালাম ১৯৫, নিশাম ৮৫; ম্যাথুস ৩/৩৯, লাকমল ৩/৯০) ও ২য় ইনিংসে ১০৭/২ (উইলিয়ামসন ৩১*, টেইলর ৩৯*; এরাঙ্গা ১/২০)।
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ১৩৮/১০ (ম্যাথুস ৫০; বোল্ট ৩/২৫, ওয়াগনার ৩/৬০) ও ২য় ইনিংসে ৪০৭/১০ (করুনারত্নে ১৫২, ম্যাথুস ৬৬, এরাঙ্গা ৪৫*; সাউদি ৪/৯১, বোল্ট ৪/১০০) ।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ব্রেন্ডন ম্যাককালাম
###############
লঙ্কার হয়ে লড়লেন করুনারত্নে
সময় যেন এখন ব্রেন্ডন ম্যাককালামের। ব্যাট হাতে একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দলকে তাইতো অনন্য দুই রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ব্যাট হাতে ১৯৫ রান করার পথে হল সেই কীর্তি! মাত্র ১৩৪ বলে এই রান করেন তিনি।
শুক্রবার ১১ ছক্কা হাঁকালেন তিনি। এ বছর এ নিয়ে ৩৩টি ছক্কা হাঁকালেন ম্যাককালাম। যা কীনা এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২২ করে ছক্কা মেরে এর আগে এই রেকর্ড ছিল অ্যাডাম গিলক্রিস্ট ও বিরেন্দর শেবাগের।
এদিন ৭৪ বলে সেঞ্চুরি করেন ম্যাককালাম। টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৭৮ বলে শতরান করেছিলেন তিনিই।
এদিকে ওয়েলিংটন টেস্টের ১ম ইনিংসে নিউজিল্যান্ড তুলে ৪৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট শ্রীলঙ্কা।
এরপর বেশ লড়েছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে সংগ্রাম চলছে সফরকারীদের। ২য় ইনিংসে তারা করেছে ৫ উইকেটে ২৯৫ রান। রোববার তৃতীয় দিন শেষে এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১০ রান পিছিয়ে আছে দলটি।
করুনারত্নে করেছেন ১৫২ রান। উপমহাদেশের বাইরে শ্রীলঙ্কান ওপেনারদের সর্বোচ্চ টেস্ট ইনিংস ওপেনার এখন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৪৪১/১০ (ম্যাককালাম ১৯৫, নিশাম ৮৫; ম্যাথুস ৩/৩৯)
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ১৩৮/১০ (ম্যাথিউস ৫০, থিরিমান্নে ২৪; বোল্ট ৩/২৫, ওয়াগনার ৩/৬০) ও ২য় ইনিংসে ২৯৩/৫ (করুনারত্নে ১৫২, সিলভা ৩৩, ম্যাথুস ৫৩; বোল্ট ৩/৬২, নিশাম ১/২০)
Discussion about this post