ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফুটবল গোলের খেলা। কিন্তু এখানে কিছুতেই দেখা মিলছিল গোলের। আক্রমণ-পাল্টা আক্রমণে অবশ্য প্রাণ থাকল লড়াইয়ে। কিন্তু শেষ অব্দি গোধূলির আলো ছড়াতেই বসুন্ধরা কিংসকে এগিয়ে নিলেন রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের গোলেই ভাঙল সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপ থাকল বসুন্ধরা কিংসের ঘরেই।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। করোনা শঙ্কা কাটিয়ে মাঠে ফুটবল ফিরতেই প্রথম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অস্কার ব্রুসনের দল।
ফাইনালের ৫২ মিনিটের সময় এগিয়ে যায় বসুন্ধরা। ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন দক্ষতায় এগিয়ে যায় দল। মাঝ মাঠ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন ডি সিলভার পাসযায় সাইফের ডি বক্সে থাকা আর্জেন্টাইন বেসেরার পায়ে। ভুল করেনি বসুন্ধরা। গোলরক্ষক পাপ্পুকে ফাঁকি বল যায় সাইফের জালে। এদিকে ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রবিনিয়ো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন দা সিলভেইরা ফের্নান্দেসের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি।
৬৯তম মিনিটে মরিয়া সাইফ স্পোর্টিংয়ের সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয়। কেনেথের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। একটু পর ডি-বক্সের ভেতর থেকে শরীরটাকে ঘুরিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ডের শট বেরিয়ে যায় পোষ্ট ঘেঁষে। এদিকে ৮৬তম মিনিট পর ওকোলির দুর্বল শট ফিরিয়ে দলকে ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে রাখেন জিকো। আর ৮৯তম মিনিটে বেসেরার কাছের পোস্টে নেওয়া শট কর্নারের বিনিময়ে পাপ্পু ফেরালে ব্যবধান দ্বিগুণ হয়নি। তারপরও অবশ্য একটু কমেনি কিংসের শিরোপা উৎসবের মাত্রা।
ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে ওঠার পর এটি বসুন্ধরা কিংসের চতুর্থ ট্রফি জয়। অভিষেক আসরে দলটি জিতেছিল প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ। গত মৌসুমে জিতেছিল ফেডারেশন কাপ। ট্রফি ধরে রাখার মাধ্যমে আরেকটি মৌসুম শুরু হলো দলটির।
এক নজরে এবারের ফেডারেশন কাপ
* চ্যাম্পিয়ন : বসুন্ধরা কিংস (ট্রফি ও ৫ লাখ টাকা)
* রানার্সআপ : সাইফ স্পোর্টিং ক্লাব (ট্রফি ও ৩ লাখ টাকা)
* ফেয়ার প্লে ট্রফি : চট্টগ্রাম আবাহনী লিমিটেড
* ম্যান অব দ্য ফাইনাল : রাউল বেসেরা (বসুন্ধরা কিংস)
* সর্বোচ্চ গোলদাতা : ৫টি কেনেথ ইকেচুকউ (সাইফ), রাউল বেসেরা (বসুন্ধরা কিংস)
* টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : কেনেথ ইকেচুকউ (সাইফ)
Discussion about this post