একেবারে অনায়াসে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ফাইনালে হারিয়ে মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফি জিতল মোহামেডান। খেলার তখনও ৪৫ বল বাকি! ৭ উইকেটের বড় ব্যবধানে ফাইনাল জিতে মোহামেডানের মেয়েরা জানিয়ে দিল-এ ফরম্যাটে এখনও তারা অপ্রতিদ্বন্দ্বী। পেছনের টানা তিন মৌসুমে এ শিরোপা জিতল মোহামেডান। কাগজে-কলমে এক নম্বর দল সাদা-কালোরা।
বুধবার ফাইনালে তিন স্পিনার সালমা, শুকতারা ও রুমানার টপ স্পিন আর পেসার তাহিন তাহেরার মাপা পেস বোলিংয়ের মুখে ভেঙে যায় শেখ জামালের বড় ও লড়িয়ে স্কোর গড়ার স্বপ্ন। চার ফ্রন্টলাইনার ফারজানা হক পিংকি (৯), শারমিন আকতার (১২), শায়লা শারমিন (০) ও লতা মণ্ডল (১৪) ফিরে যান মাত্র ৪৮ রানের মধ্যেই। শুরুর ওই ধাক্কা আর সামলে ওঠা সম্ভব হয়নি। ১২৯ রানে গিয়ে আটকে যায় শেখ জামাল। ৪০ ওভারে এ মাঝারি পুঁজি নিয়ে শেষ হাসি হাসা কঠিন। তাও মোহামেডানের সমৃদ্ধ ও শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে। শেখ জামাল বোলাররা সে কঠিন কাজটি করতে পারেননি। শুরুতে রান গতি নিয়ন্ত্রণে রাখা ছাড়া তারা আর কিছুই করতে পারেননি।
এ রান টপকাতে মোটেই কষ্ট হয়নি মোহামেডানের। যদিও শুরু খুব ভালো হয়নি। সাথিরা জাকির ও শুকতারার উদ্বোধনী জুটিতে ৩১ রান ওঠে ৮.৪ ওভারে। সাথিরা (২২ বলে ১০) রানে অফ স্পিনার খাদিজাতুল কুবরার হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরার মাত্র ২৪ বল পর আউট হয়ে যান তার সঙ্গী শুকতারাও (৪২ বলে ২১)। তিনিও খাদিজাতুল কুবরাকে অনসাইডে তুলে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হাল ধরেন অধিনায়ক সালমা। ঠাণ্ডা মাথায় বলের মেধা ও গুণ বিচার করে ফিল্ডারদের পজিশন দেখে ৬১ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস উপহার দেন মোহামেডান অধিনায়ক। তার সামনে থেকে দেওয়া নেতৃত্বের সঙ্গী হন শারমিন সুলতানা (২৭ বলে ২০) ও রুমানা (৪৩ বলে ২১*)। আর তাতেই মাত্র ৩ উইকেট হারিয়ে অনায়াসে পৌঁছে যায় জয়ের বন্দরে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি : ১২৯/৮, ৪০ ওভার (লতা ১৪, পান্না ঘোষ ১৯, জাহানারা ১৩, রেশমা আকতার ২৪, সুবর্ণা ইসলাম ২২; তাহিন তাহেরা ২/১১, সালমা ১/২১, রুমানা ১/২৬, শুকতারা ১/২০, সাথিরা জাকির ১/২৭, নিলুকা ১/২৪)।
মোহামেডান : ১৩১/৩, ৩২.৩ ওভার (শুকতারা ২১, সাথিরা ১০, শারমিন ২০, সালমা ৪৬*, রুমানা ২১*; খোদেজাতুল কুবরা ২/৩২, সুবর্ণা ইসলাম ১/২০)।
ফল : মোহামেডান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সালমা খাতুন (মোহামেডান)।
সালমাই সেরা
টিম পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও মোহামেডান পারফরমারদেরই শ্রেষ্ঠত্ব। অধিনায়ক সালমা খাতুন যথারীতি ব্যাট হাতে সবার সেরা। পাঁচ খেলায় সর্বাধিক ২১৪ রান এসেছে অভিজ্ঞ এ ক্রিকেটারের ব্যাট থেকে। আগের ম্যাচে দিপালী সংঘের বিপক্ষে সর্বাধিক ৭৮ রান করা সালমার গড় ৪২.৮০। অন্যদিকে ব্যাট ও বলে নজরকাড়া অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টসেরা অলরাউন্ডার সাথিরা জাকির। পাঁচ খেলায় ৪৮ গড়ে ১৯৪ রান করার পাশাপাশি সর্বাধিক ১৩ উইকেট শিকারি সাথিরা। লিগের একমাত্র সেঞ্চুরিয়ানও মোহামেডানের শুকতারা রহমানের।
Discussion about this post