ঈদের ছুটি শেষে আবারও মাঠের লড়াইয়ে ফিরছে দেশের ক্রিকেট। আগামীকাল রোববার (৩০ মার্চ) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড। তবে এবারের পর্বে দেখা যাবে না মোহামেডানের তারকা অধিনায়ক তামিম ইকবালকে। রমজানে খেলা চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত ছিটকে গেছেন তিনি।
তামিমের অনুপস্থিতি নিয়ে টুর্নামেন্টজুড়েই ছিল আলোচনার ঝড়—কে হবেন তার উত্তরসূরি? শেষ পর্যন্ত নেতৃত্বের ভার উঠেছে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের কাঁধে। আজ শনিবার অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দায়িত্ব, দলের অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
হৃদয় বলেন, ‘চ্যালেঞ্জ সব জায়গাতেই আছে। আমি চেষ্টা করব এটা এনজয় করতে এবং দলের জন্য যতটা সম্ভব কন্ট্রিবিউট করতে।’ তামিমের সরে যাওয়া এবং জাতীয় দলের অনুশীলন শিবিরে খেলোয়াড়দের যোগ দেওয়া নিয়ে হৃদয় আরও বলেন, ‘এই বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। যতটুকু নিয়ন্ত্রণে আছে, সেটার মধ্যেই আমাদের কাজ করে যেতে হবে। শুরু থেকেই আমাদের দল ছিল বিগ বাজেটের, এখনও তাই।’
এত চ্যালেঞ্জের মাঝেও হৃদয় দেখছেন আশার আলো-নতুনদের জন্য সুযোগের দরজা খুলে যাচ্ছে, “হয়তো দুই-একজন খেলোয়াড় আসা-যাওয়ায় থাকবে। কিন্তু যারা সুযোগ পাবে, এটা তাদের জন্য পজিটিভ সাইন। তারা যেন সুযোগটা কাজে লাগাতে পারে, সেটাই আমরা চাই।”
তামিমের অভিজ্ঞতা হারানো বড় ধাক্কা হলেও, নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে কীভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান-তা এখন দেখার বিষয়।
Discussion about this post