ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত। তাদের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ ছিল বাংলাদেশের। এবার ভিন্ন দৃশ্যপটে লড়বে দলদুটি। আগামী ২৬ জুলাই থেকে তো লঙ্কানদের মাটিতে তিনটি ওয়ানডে খেলবে টিম টাইগার্স। বুধবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে মাশরাফি বিন মুর্তজার দল।
বৃহস্পতিবার সকাল থেকেই অনুশীলন করতে দেখা যায় টাইগারদের। দলের তারকা মোসাদ্দেক হোসেন সৈকত পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
মোসাদ্দেক, ‘সবদিক দিয়ে যদি চিন্তা করেন, এ সিরিজে আমরা ফেভারিট থাকব। খুব ভালো একটি সিরিজ আশা করছি।’ এখন বেশ ছন্দেই রয়েছে বাংলাদেশ। তবে মোসাদ্দেক আসন্ন সিরিজে নিজেদের ফেভারিট মানছেন ভিন্ন দুটি কারণে, ‘ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো অবস্থানে আছি। অভিজ্ঞতার কথা চিন্তা করলেও আমরা ভালো জায়গায় আছি। এ জায়গায় সব সময়ই বিশ্বের অন্য দলগুলোর তুলনায় এগিয়ে থাকি (ওয়ানডেতে)। অভিজ্ঞতায় আমরা খুব ভালো অবস্থানে আছি।’
শ্রীলঙ্কাও যে খুব একটা পিছিয়ে নেই, সেটিও মানছেন মোসাদ্দেক, ‘বিশ্বকাপের আগ থেকেই আমাদের ব্যাটসম্যানরা সবাই ভালো ছন্দে আছে। ব্যাটিংয়ে আমরা খুব ভালো করেছি বিশ্বকাপে। কোনো দলকে ছোট করে দেখতে চাই না। শ্রীলঙ্কাও খুব পিছিয়ে নেই, তারাও ভালো অবস্থানে আছে।’
সফরে সাকিব আল হাসান ও লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। তাদের জায়গা দখলে নেওয়া এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। এনিয়ে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাই ও লিটনের পরিবর্তে যে দুজন দলে ডাক পেয়েছে, তারাও দারুণ ক্রিকেটার এবং তারা নিয়মিতভাবেই ভালো পারফরম্যান্স করে আসছে ঘরোয়া ক্রিকেটে। তাই আমার মনে হয়, আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল হিসেবেই যাচ্ছি শ্রীলঙ্কা সফরে।’
২০ জুলাই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।
Discussion about this post