জাতীয় দলে জায়গা না পাওয়া মোসাদ্দেক হোসেনকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সময়মতো বুঝেছেন নিজের ভুল, বুঝেছেন শব্দের ভার। অবশেষে সরাসরি ‘সরি’ বলে প্রকাশ করলেন দুঃখ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় তিনি বলেছিলেন, ‘যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছেন, ততক্ষণ মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।’
আজ ক্যান্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিপু বলেন, ‘আমি তখন বুঝিনি, কিন্তু পরে চট্টগ্রামে গিয়ে প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়ে উপলব্ধি করি—আমার বলা উচিত ছিল, সুযোগ কম। এই তিনটি শব্দ না থাকায় অর্থটাই বদলে গেছে।’
তিনি জানান, এর দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হলে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন, ‘আমি তাকে সরি বলেছি। বলেছি, আমি এটা বোঝাতে চাইনি। ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি।’
মোসাদ্দেক হোসেন সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন। আবাহনীর অধিনায়ক হিসেবে শিরোপা জেতানোর পাশাপাশি হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। এত কিছুর পরও জাতীয় দলে সুযোগ না পাওয়াটা অনেকের কাছেই বিস্ময়ের।
লিপু বলেন, ‘আমি বোঝাতে চেয়েছিলাম যে একাদশে যারা একই ধরনের কাজ করে, তাদের ভেতর প্রতিযোগিতা আছে। কিন্তু কথাটা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারিনি। সংবাদ সম্মেলন লাইভে হওয়ায় সময়মতো থামা বা শব্দ চয়নের সুযোগ ছিল না।’
Discussion about this post