শুধু কথার কথা নয়, আইসিসি বিশ্লেষণেই তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। বেশ কয়েকবছর ধরেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সেই ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। সময়ের পথ ধরে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের অপরিহার্য এক ক্রিকেটার । দেশের বহু অর্জনে আছে তার বড় ভূমিকা। এবার সাকিব জানালেন তার এই অর্জনের পেছনে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আছে বড় অবদান।
এরইমধ্যে সাকিব পেরিয়ে এসেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২ বছর। সেই যুগপূর্তিতে তাকে সংবর্ধনা দিল ‘ষোলো কোটি মানুষের প্রাণ, সাকিব আল হাসান’ নামের একটি সংগঠন। রোববার মিরপুর এক নম্বরে সাকিবেরই রেস্টুরেন্টে হয়েছে সেই অনুষ্ঠান। সেখানেই স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে সাকিব বলেন, ‘আমার ক্যারিয়ার এতো দূর আসার পেছনে স্ত্রীর অনেক অবদান আছে। তাছাড়া মেয়ের জন্মের পর পুরো জীবনটাই বদলে গেছে আমাদের।’
শুধু স্ত্রী নয়, এ পর্যন্ত আসার পেছনে আরো অনেকের ভূমিকার কথা বললেন সাকিব। তিনি জানান, ‘ভক্তরা শুধু আমাকে নয়, গোটা বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করে। খারাপ সময়ে সমর্থন অনেক কাজে আসে,। আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’ ক্যারিয়ারের এ পর্যায়ে দাঁড়িয়ে সাকিব বলেন, ‘যতোদিন পারফর্ম করতে পারবো, ততদিনই খেলবো। আশা করছি আরো ৮-১০ বছর খেলা চালিয়ে যেতে পারবো।’
সাকিব এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সিপিএল শেষে অনুশীলন করছেন মিরপুরের শেরেবাংলায়। ২৭ আগষ্ট অজিদের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট।
Discussion about this post