আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের মেয়েদের ফাইনালে রোববার মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রোববার দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামছে দুই চির প্রতিদ্ধন্দী।
ইতিহাস বলছে-মেয়েদের ক্রিকেটে এই দুই দেশেরই আধিপত্য। টি-টুয়েন্টি বিশ্বকাপে দু’বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, একবার ইংল্যান্ড। এনিয়ে চতুর্থবারের মতো হচ্ছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ।
রোববার হ্যাটট্রিক শিরোপা জেতার জন্য নামবে অজি মেয়েরা। ইংল্যান্ডের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার।
২০১০ এবং ’১২ সালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও এবার ট্রফি নিয়েই দেশে ফিরতে চান ইংলিশ অধিনায়ক চারলট এডওয়ার্ডস। শনিবার জানিয়ে দিলেন ‘এইতো গত আমরা অ্যাশেজ সিরিজে ভালো করেছি। এটা আÍবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আমাদের। তবে অস্ট্রেলিয়া অসাধারণ এক দল। তারপরও আমরা এ দলকেই হারাতে চাই।’
কম যাচ্ছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ লানিং। জানালেন, ‘আমরা এখানে শিরোপা জিততে এসেছি। সেটা নিয়ে দেশে ফিরতে চাই।’
Discussion about this post