ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারে একপেশে এক ফাইনাল। অথচ মুখোমুখি হয়েছিল দুই চির চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু শিরোপা লড়াইয়ে ইংল্যান্ডকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া। রোববার আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের ৮ উইকেট হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অজিরা। ২৯ বল হাতে রেখে হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে তারা।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেমেই পথ হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় তারা। ওপেনার ড্যানিয়েল ওয়াট ৪৩ আর অধিনায়ক হেদার নাইট যা ২৫, অন্যরা একেবারেই ব্যর্থ। অস্ট্রেলিয়ার অফস্পিনার অ্যাশলি গার্ডনার ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেটে শিকার করেন মেগান স্কাট ও জর্জিয়া ওয়েরহাম।
এরপর জবাব দিতে নেমে লক্ষ্যে পৌঁছতে কোন বেগই পেতে হয়নি অজিদের। দুই ওপেনার অ্যালিসা হিলি আর বেথ মুনি তুলেন ২৯ রানের জুটি। ২০ বলে ২২ রান করেন হিলি। মুনি করেন ১৪।
এরপর অ্যাশলি গার্ডনার ব্যাট হাতেও সফল। ২৬ বলে অপরাজিত ৩৩ রান তুলেন তিনি। আর অধিনায়ক ম্যাগ লেনিং অপরাজিত ৩০ বলে ২৮ রানে।
এটি অস্ট্রেলিয়ার মেয়েদের চার নম্বর বিশ্বকাপ। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ট্রফি পেল তারা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড নারী দল: ১৯.৪ ওভারে ১০৫/১০ (ওয়াট ৪৩, নাইট ২৫, গার্ডনার ৩/২২, ওয়্যারহ্যাম ২/১১)।
অস্ট্রেলিয়া নারী দল: ১৫.১ ওভারে ১০৬/২ (হিলি ২২, মুনি ১৪, গার্ডনার ৩৩*, ল্যানিং ২৮*)।
ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: অ্যাসলেগ গার্ডনার।
টুর্নামেন্ট সেরা: অ্যালিসা হিলি।
Discussion about this post