চির প্রতিদ্ধন্দ্বীর বিপক্ষে ২৮৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল আবাহনী লিমিটেড। এক পর্যায়ে জয়ের পথেই ছিল ধানমন্ডির এই ক্লাব। কিন্তু তাদের সেই পথের কাঁটা হলেন শামসুর রহমান শুভ। তার দুর্দান্ত সেঞ্চুরিতে মোহামেডান পেল ৩ উইকেটের নাটকীয় জয়। শেষ বলে জয় ধরা দেয় তাদের হাতে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তুলেছে ২৮২ রান। ৭৬ রান করেছেন মোসাদ্দেক হোসেন। থারাঙ্গা পারানাভিতানার ব্যাট থেকে এসেছে ৬১।
মাশরাফি ১০ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট মুক্তার আলীর। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে জয় ধরা দেয় মোহামেডানের হাতে। দলকে জিতিয়ে শুভ অপরাজিত ছিলেন ১০৫ রানে। ১১৫ বলে ৮ চার ও ২ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ বলে ১ রান নিয়ে দলকে দারুন এক জয় এনে দেন মুক্তার আলী। তিনি অপরাজিত ছিলেন ১৬ রানে। তিলকারত্নে দিলশান করেন ৪১ বলে ৫১। ৪৭ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। আবাহনীর নাবিল সামাদ নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ২৮২/১০, ৪৯.৫ ওভার (শাহরিয়ার ১৯, পারানাভিতানা ৬১, ইন্ডিকা সারাম ৩৩, মোসাদ্দেক ৭৬, কান্ডাম্বি ৪৯; মাশরাফি ৪/৪০, মুকতার ৩/৪৬, নবি ২/৪০)।
মোহামেডান : ২৮৩/৭, ৫০ ওভার (দিলশান ৫১, থারাঙ্গা ১১, শুভ ১০৫*, রাজিন ২১, নবি ৪৭, মাশরাফি ১৮, মুকতার ১৬*; আল-আমিন ২/৫১, নাবিল সামাদ ৩/৫৪)।
ফল : মোহামেডান ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা : শামসুর রহমান শুভ।
Discussion about this post