ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিতর্কের শেষই হচ্ছে না। কিছুদিন পর পরই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন ক্রিকেটাররা। ব্যাপারটায় দারুণ বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ মোসাদ্দেক হোসেন সৈকত যৌতুকের মামলায় বিদ্ধ হয়েছেন। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে এই প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। বুধবার গণমাধ্যমের সামনে এনিয়ে সৌম্য সরকার জানালেন, ‘দেখুন, এটা সবারই ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়েছে আমরা চেষ্টা করছি, ব্যক্তিগত নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে কথা বলতে। সামনেই এশিয়া কাপ। বড় টুর্নামেন্টে কীভাবে ভালো করা যায়, সেই পরিকল্পনাতে ব্যস্ত আমরা।’
কেন বারবার মাঠের বাইরের এমন ঘটনায় আলোচিত হচ্ছেন ক্রিকেটাররা? এমন প্রশ্নের মুখে সৌম্য সরকার বলেন, ‘দেখুন, ১৫ দিন পরই খেলা। এশিয়া কাপ নিয়ে সবার চিন্তা। কীভাবে ভালো খেলা যায়, সেটা নিয়ে ভাবছি আমরা। এ নিয়ে চিন্তা করার কোনো সময় নাই আমাদের।’
ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং অর্ডার এখনো স্থীর হয়নি। এনিয়ে কোন আক্ষেপ নেই সৌম্য সরকারের। জানালেন,
‘দেখুন, দলের প্রয়োজনটাই বড় কথা। দলের জয়ের জন্য আমি কিভাবে সহায়তা করতে পারি সেটাই আগে দেখবো। কোথায় ব্যাটিং করছি সেটা বিবেচ্য নয়। আমি ওপেনিং করছি নাকি সাত নম্বরে ব্যাট করছি সেটা মোটেও বড় ব্যাপার নয়। আমি জানি আমার কাজ একটাই- পারফর্ম করে যেতে হবে।’
Discussion about this post