ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ঝলসে উঠলেন লিওনেল মেসি। জানান দিলেন ট্রফি তুলতে প্রস্তুত তিনি। মারাকানায় মেসি ম্যাজিকে জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপে নবাগত দল বসনিয়া-হার্জেগোভিনাকে গ্রুপ এফ’র ম্যাচে ২-১ গোলে হারাল লাতিন আমেরিকার এই দেশ।
অবশ্য ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বসনিয়া-হার্জেগোভিনা। অবশ্য গোলের উৎসটা তৈরি করে দিয়েছেন মেসি। তার ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করেন মার্কোস রোহোর হেড। এরপর তা বসনিয়ার জিয়াদ কোলাসিনাচের পায়ে লেগে নিজেদের পোস্টে চলে যায়। এই বিশ্বকাপে এটি তৃতীয় আত্মঘাতী গোল।
এরপর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। অবশ্য শেষ মুহুর্তে সুপার সাব ভেদাদ ইবিসেভিচের গোলে ব্যবধান কমায় ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশটি।
গোল ব্যবধান অবশ্য আর্জেন্টিনার শ্রেষ্টত্বের পক্ষে কথা বলছে না। কিন্তু পুরো ম্যাচেই দাপট ছিল তাদের।
এদিকে রোববার গ্রুপ ই’-এর ম্যাচে ফ্রান্স ৩-০ গোলে হারাল হন্ডুরাসকে। প্রথম ম্যাচেই জোড়া গোল পেলেন করিম বেনজেমা। এদিকে এই গ্রুপের আরেক ম্যাচে রোববার ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে সুইজারল্যান্ড। ইনজুরি সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।
Discussion about this post