শেষ পর্যন্ত লিওনেল মেসি আর ম্যানুয়েল নয়ারকে পেছনে ফেলে ২০১৪ সালের বিশ্বসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এনিয়ে তৃতীয়বারের মতো ফিফি বর্ষসেরার পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর জেতেন রোনালদো।
এবার ৩৭.৬৬ শতাংশ ভোট পেয়ে ব্যালন ডি অর জিতলেন তিনি। মেসি ১৭.৭৬ শতাংশ ও নয়ার ১৫.৭২ শতাংশ ভোট পেয়েছেন।
অাসলে যোগ্য হিসেবেই এই পুরস্কার পেলেন রোনালদো। দারুণ কেটেছে তার গত মৌসুম। রিয়াল মাদ্রিদের দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে তার ছিল বড় ভুমিকা। চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডটিও গড়েন তিনি।
বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী জোয়াকিম লো।
এদিকে ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের হলেন জার্মানির মিডফিল্ডার নাদিন কেসলার।
২০১৪ সালের ফিফা ফেয়ার প্লে পুরস্কার পেল ফিফা ভলেন্টিয়াররা।
বলা দরকার বিজয়ীরা নির্বাচিত হন ফিফা সদস্য দেশের জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে।
Discussion about this post