অারো একবার আর্জেন্টিনার ত্রানকর্তা লিওনেল মেসি। এবার অবশ্য গোল করলেন না, করালেন। অতিরিক্ত সময়ের শেষদিকে সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াকে তৈরি করে দিলেন গোলের উৎস। তাতেই সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা।
জয়টা কষ্টার্জিত সেটা স্কোরলাইনই বলে দিচ্ছে। কিন্তু বল দখলের লড়াই আর আক্রমনের পরিসংখ্যান বলছে-মঙ্গলবার আরেনা দে সাও পাওলোয় যোগ্য দল হিসেবেই শেষ অাটের টিকিট পেল আর্জেন্টিনা। কেননা, নির্ধারিত সময়ের ৯০ মিনিট যেন খেলাটি ‘ওয়ান ওয়ে ট্রাফিক’ হয়ে উঠেছিল। আর্জেন্টিনার একের পর এক আক্রমন সামাল দিতেই ব্যস্ত থাকতে হয়েছে সুইসদের। গোলকিপার দিয়েগো বেনাল্লিও বেশ দক্ষতার সঙ্গেই সব সামাল দিয়েছেন।
তবে ইউরোপিয়ান দলটিও কয়েকবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু গোলকিপার সার্জিও রোমেরোকে পরাস্ত করতে পারেন নি। এভাবেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধটাও গোলশুন্য!
কিন্তু ১১৮ মিনিটে এসে নিশানা খুঁজে নেয় ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা। আগের তিন ম্যাচে তিনিই জয়ের নায়ক। এবারো জয়ে বড় ভুমিকা থাকল আর্জেন্টাইন অধিনায়কের। একজনকে কাটিয়ে ডি বক্সে থাকা সতীর্থ ডি মারিয়াকে দারুণ এক পাস দেন মেসি। আর সেই পাস ধরে তিনি পাঠিয়ে দেন সুইসদের জালে। অবশ্য তারপরই গোল শোধের সুযোগ পেয়ে যায় সুইজারল্যান্ড। জারদান শাকিরির ক্রসে মাথা স্পর্শ করেন ব্লেরিম জেমাইলি। কিন্তু তাঁর এ হেড আর্জেন্টিনার গোলপোস্টে কাপিয়ে ফিরে আসে। আক্ষেপে পুড়তে থাকে সুইসরা।
অন্যদিকে উৎসব শুৃরু করে দেয় আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার পথে বেশ এগিয়ে যাচ্ছে লিওনেল মেসির দল।
Discussion about this post