অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশে অভিষেকটা দুর্দান্ত হয়েছিল তার। প্রথম ম্যাচে ব্যাটে-বলে সাকিব আল হাসান ঝড় তুলেছিলেন। যদিও তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স হেরেছিল সিডনি সিক্সার্সের কাছে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে সাকিবের দল ব্যর্থ। অ্যাডিলেডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মেলবোর্ন।
মেলবোর্ন ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯০ রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। আট বলে ২ রান করে সাজঘরে ফেরেন সাকিব। লুক রাইটের বলে তার ক্যাচ লোফেন অজি অলরাউন্ডার জেমস ফকনার।
জবাবে মাত্র ৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান ম্যাচ জিতে নেয় মেলবোর্ন স্টারস। এক ওভার বোলিং করে ১০ রানে কোনো উইকেট পাননি সাকিব।
টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ হারল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
সংক্ষিপ্ত স্কোর
অ্যাডিলেড স্ট্রাইকার্স : ৯০/৯, ২০ ওভার (ক্লিনজার ৪২, রিচার্ডসন ২১, সাকিব ২; ফকনার ৩/৯, মালিঙ্গা ২/৮)।
মেলবোর্ন স্টারস : ৯১/২, ৭.৩ ওভার (রাইট ৪৯, ম্যাক্সওয়েল ২৫*; নেসের ২/২১)।
ফল : মেলবোর্ন ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জেমস ফকনার।
Discussion about this post