ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বিতীয় দিন শেষেই মেলবোর্ন টেস্টে ভাল অবস্থানে ছিল ভারত। সোমবার পেসারদের নৈপুণ্যে তৃতীয় দিনের খেলা শেষে জয় দেখতে শুরু করেছে অজিঙ্কা রাহানের দল।
সোমবার ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। উইকেটে আছেন ক্যামেরন গ্রিন (১৭*) ও প্যাট কামিন্স (১৫*)। অবশ্য ২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান পায়নি হাফসেঞ্চুরির দেখা। সর্বোচ্চ ১৩৭ বল খেলেছেন ওপেনার ম্যাথু ওয়েড (৪০)। এখন পর্যন্ত দলের সর্বোচ্চ স্কোরারও তিনি।
অজি ওপেনার জো বার্নস আগের ইনিংসের মতো যথারীতি ব্যর্থ। স্টিভেন স্মিথও পারছেন না ঠিকমতো খেলতে। তিনি আজ যশপ্রীত বুমরার বলে লেগ স্টাম্পে থাকা বলে হয়েছেন বোল্ড! ৮ রান করে অস্ট্রেলিয়ার বিপর্যয় বাড়িয়েছেন স্মিথ। ভারতের তিন পেসার বুমরা, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজের ধারাবাহিক বাউন্সার ও ভালো জায়গায় বল ফেলার সামনে বার্নস, স্মিথ, ট্রাভিস হেড (১৭) দাঁড়াতে পারেননি। এদিকে ভালো বোলিং করেছেন দুই স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সংগ্রাম করে রান তোলা ওয়েডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জাদেজা। মারনাস লাবুশেনকে (২৮) অজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত করেন অশ্বিন। তবে অধিনায়ক টিম পেইনের আউট নিয়ে বিতর্ক আছে।
ভারতের হয়ে ২ উইকেট জাদেজার। ১টি করে উইকেট বুমরাহ, যাদব, সিরাজ ও অশ্বিনের। এর আগে তৃতীয় দিনে ৩২৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৫/১০
ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৭৭/৫) ১১৫.১ ওভারে ৩২৬ (রাহানে ১১২, জাদেজা ৫৭, অশ্বিন ১৪, উমেশ ৯, বুমরাহ ০, সিরাজ ০*; স্টার্ক ২৬-৫-৭৮-৩, কামিন্স ২৯-৯-৮০-২, হেইজেলউড ২৩-৬-৪৭-১, লায়ন ২৭.১-৪-৭২-৩, গ্রিন ১২-১-৩১-০)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৬৬ ওভারে ১৩৩/৬ (ওয়েড ৪০, বার্নস ৪, লাবুশেন ২৮, স্মিথ ৮, হেড ১৭, গ্রিন ১৭*, পেইন ১, কামিন্স ১৫*; বুমরাহ ১৭-৪-৩৪-১, উমেশ ৩.৩-০-৫-১, সিরাজ ১২.৩-১-২৩-১, অশ্বিন ২৩-৪-৪৬-১, জাদেজা ১০-৩-২৫-২)।
Discussion about this post