নাটকীয়তা ছড়ালেও শেষ পর্যন্ত ড্র’ই হল মেলবোর্ন টেস্ট। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না তাদের। কিন্তু ম্যাচ বাঁচাতে পারল না সফরকারীরা। ড্র’ নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া। আর তাতেই ৪ ম্যাচের টেস্ট সিরিজ তারা ১ টেস্ট আগেই জিতল ২-০ ব্যবধানে।
মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে কঠিন এক লক্ষ্য ছিল অজিদের সামনে। দুই সেশনে চাই ৩৮৪ রান। রীতিমতো ইতিহাস গড়তে হতো তাদের। সেই লড়াইয়ে ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তুলে ১৭৪ রান। টেস্ট ড্র।
সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে আগামী মঙ্গলবার। সেই টেস্টে নির্ভার হয়েই খেলার সুযোগ পাচ্ছে সিরিজ জেতা অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৫৩০/১০ (স্মিথ ১৯২, রজার্স ৫৭, হ্যাডিন ৫৫, ওয়াটসন ৫২; সামি ৪/১৩৮, অশ্বিন ৩/১৩৪, যাদব ৩/১৩০) ও ২য় ইনিংসে ৩১৮/৯ ডিক্লে. (ওয়ার্নার ৪০, রজার্স ৬৯, মার্শ ৯৯, হ্যাজলউড ০*; ইশান্ত ২/৪৯, অশ্বিন ২/৭৫)।
ভারত: ১ম ইনিংসে ৪৬৫/১০ (বিজয় ৬৮, কোহলি ১৬৯, রাহানে ১৪৭; হ্যারিস ৪/৭০, জনসন ৩/১৩৫) ও ২য় ইনিংসে ১৭৪/৬ (কোহলি ৫৪, রাহানে ৪৮; হ্যারিস ২/৩০, জনসন ২/৩৮।
ফল: ম্যাচ ড্র।
ম্যাচসেরা: রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া)।
সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
#################
স্মিথের জবাবে কোহলি
হঠাৎ করেই ঘুরে দাড়াল ভারত। আরেকটু সরাসরি বলা যায় দলকে টেনে তুললেন বিরাট কোহলি। সঙ্গে অজিঙ্কা রাহানে। দু’জনের টেস্ট ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বেশ জবাব দিল সফরকারীরা। দুজনের সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের রান ৮ উইকেটে ৪৬২ রান। কোহলি করেছেন ১৬৯। আর রাহানের ব্যাটে ১৪৭।
এর আগে অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ১ম ইনিংসে তুলে ৫৩০ রান।
রোববার ১ উইকেটে ১০৮ রান নিয়ে খেলা শুরু করে ভারত। এরপর দ্রুত অবশ্য ২ উইকেট হারায় তারা। কিন্তু কোহলি- রাহানের ব্যাটে ফিরে দল। দুজন চতুর্থ উইকেট জুটিতে জমা করেন ২৬২ রান। এটিই মেলবোর্নে ভারতের সেরা জুটি।
রাহানের তৃতীয় টেস্ট শতরান শেষ হয় ১৪৭-এ।
১৬৯ রান করেন কোহলি। এটিই তার টেস্ট ক্যারিয়ার সেরা। তারও এটি তৃতীয় টেস্ট শতরান।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজে ফিরতে এই তৃতীয় টেস্টে জিততে হবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৫৩০/১০ (স্মিথ ১৯২, রজার্স ৫৭, হ্যাডিন ৫৫, ওয়াটসন ৫২; সামি ৪/১৩৮, অশ্বিন ৩/১৩৪, যাদব ৩/১৩০)
ভারত: ১ম ইনিংসে ৪৬২/৮ (বিজয় ৬৮, ধাওয়ান ২৮, পুজারা ২৫, কোহলি ১৬৯, রাহানে ১৪৭; হ্যারিস ৪/৬৯, লায়ন ২/১০৮)।
################
স্মিথের ব্যাটে ১৯২
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে স্মিথ করেন অপরাজিত ১৬২ ও ৫২ রান। ব্রিসবেনে পরের টেস্টে ১৩৩ ও ২৮। আর এবার মেলবোর্নে ১ম ইনিংসে ১৯২!
সময় এখন স্টিভেন স্মিথের। তার দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া শনিবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে তুলেছে ৫৩০ রান।
এরপর দ্বিতীয় দিন শেষে ১ম ইনিংসে ১ উইকেট হারিয়ে ভারতের রান ১০৮। অজিদের চেয়ে এখনও ৪২২ রানে পিছিয়ে সফরকারীরা।
সিরিজে এরইমধ্যর ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজে ফিরতে এই তৃতীয় টেস্টে জিততে হবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৫৩০/১০ (রজার্স ৫৭, ওয়াটসন ৫২, স্মিথ ১৯২, মার্শ ৩২, বার্নস ১৩, হ্যাডিন ৫৫, জনসন ২৮, হ্যারিস ৭৪; সামি ৪/১৩৮, উমেশ ৩/১৩০, অশ্বিন ৩/১৩৪)।
ভারত: ১ম ইনিংসে ১০৮/১ (বিজয় ৫৫*, ধাওয়ান ২৮, পুজারা ২৫*; হ্যারিস ১/১৯)।
##############
ফের স্মিথের ব্যাটে রান
আরো একবার ব্যাট হাতে চমক দেখালেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে কথা বলল তার ব্যাট। আর তাতেই তৃতীয় টেস্টে লড়ে যাচ্ছে স্বাগতিকরা।
টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৫৯ রান।
এর আগে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে স্মিথ করেন অপরাজিত ১৬২ ও ৫২ রান। ব্রিসবেনে পরের টেস্টে ১৩৩ ও ২৮। আর এবার মেলবোর্নে ৭২ রানে অপরাজিত।
শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
৪ টেস্টের সিরিজে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ২৫৯/৫ (রজার্স ৫৭, ওয়াটসন ৫২, স্মিথ ৭২*, মার্শ ৩২, বার্নস ১৩, হ্যাডিন ২৩*; সামি ২/৫৫, উমেশ ২/৬৯)
Discussion about this post