সকাল বেলাতেই দুঃসংবাদ ভেসে আসে-হিথ স্ট্রিক আর নেই! ক্রিকেট বিশ্বে নেমে আসে শোক। বলা হচ্ছিল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের সাবেক এই কোচ। কিন্তু এরপরই জানা যায়-জিম্বাবুয়ের এই কিংবদন্তি ক্রিকেটার বেঁচে আছেন।
স্ট্রিকের মৃত্যুর খবরটা জানায় তারই এক সময়ের সতীর্থ হেনরি ওলোঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুঃসংবাদ দেন।
স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর আরেকটি টুইট করেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। তখন সাবেক এই জিম্বাবুয়াইন তারকা জানান, স্ট্রিক মারা যাননি। টুইটারে লেখেন, ‘আমি নিশ্চিত করছি হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়িয়েছে। আমি তার কাছ থেকে শুনেছি। থার্ড আম্পায়ার তাকে ফেরত এনেছেন। বেঁচে আছেন তিনি।’
বাংলাদেশের সাবেক বোলিং কোচের জীবিত থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন ওলোঙ্গা। টুইটের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের ছবি যোগ করে দেন। সেখানে স্ট্রিকের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। হিথ স্ট্রিক মারা গেছেন, এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দেখা যায় সকালেই।
ব্যাপারটায় অবাক হন স্ট্রিক। স্পোর্টস্টারের কাছে নিশ্চিত করেন যে, তিনি সুস্থ আছেন এবং ক্যান্সার থেকে সেরে উঠছেন। মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে এই কিংবদন্তি বলেন, ‘মানুষের এই ধরনের গুজব ছড়ানোর আগে একটু সাবধান হওয়া উচিত। এখন ভালো আছি এবং ক্যান্সার থেকে সেরে উঠছি আমি।’
জিম্বাবুয়াইনের মৃত্যুর খবরটি ছড়িয়েছিলেন তারই এক সময়ের সতীর্থ হেনরি ওলোঙ্গা। এটি জানতেনও না স্ট্রিক। ক্যান্সারের চিকিৎসার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না বাংলাদেশের সাবেক বোলিং কোচ।
Discussion about this post