ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দলের সেরা তারকা তিনি। আইকন ক্রিকেটার। মাঠের পারফরম্যান্সেও যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। এই পেসারের দাপটেই কোনঠাসা সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শনিবার জেমকন খুলনাকে ৯ উইকেটে হারাল গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খুলনাকে মাত্র ৮৬ রানে অলআউট করে চট্টগ্রাম। এরপর ৩৮ বল বাকি রেখেই জয়ের বন্দরে নোঙর করে তারা।
জয়ের নায়ক মুস্তাফিজ। বিস্ময়কর হলেও সত্য ৩.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে এ বাঁহাতি পেসারের নেন ৪ উইকেট! একইসঙ্গে নতুন বলের অফ স্পিনে ৪ ওভারে ১৫ রান দিয়ে নাহিদুল নিয়েছেন ২ উইকেট।
এদিন তৃতীয় রান নিয়ে সাকিব পূরণ করেন টি-টুয়েন্টিতে ৫ হাজার রান। পাশাপাশি সাড়ে তিনশ উইকেটের ডাবলও অর্জন করেন এই অলরাউন্ডার। কিন্তু মাত্র ৩ রানেই আউট হয়ে যান সাকিব।
হতাশ করেন মাহমুদউল্লাহ রিয়াদও। তার ব্যাটে মাত্র ১ রান। এরপর বল হাতে সাকিব ৪ ওভারে ১৪ রান দিলেও কোন উইকেট পেলেন না সাকিব।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে চট্টগ্রামের এটি টানা দ্বিতীয় জয়। খুলনার তিন ম্যাচে দ্বিতীয় হার। চাপে পড়ল ফেভারিটরা।
সংক্ষিপ্ত স্কোর-
জেমকন খুলনা: ১৭.৫ ওভারে ৮৬/১০ (এনামুল ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহিদুল ৫, রিশাদ ০, হাসান ১*, আল আমিন ০; নাহিদুল ৪-০-১৫-২, শরিফুল ৩-০-১৯-০, মুস্তাফিজ ৩.৫-০-৫-৪, তাইজুল ৩-০-৩০-২, মোসাদ্দেক ৩-০-৯-০, সৌম্য ১-০-৬-০)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৩.৪ ওভারে ৮৭/১ (লিটন ৫৩*, সৌম্য ২৬, মুমিনুল ৫*; আল আমিন ২-০-১১-০, সাকিব ৪-১-১৪-০, হাসান ১-০-১৭-০, শামীম ১-০-১১-০, শহিদুল ১-০-৭-০, মাহমুদউল্লাহ ৩-০-১৬-১, রিশাদ ১.৪-০-১০-০ )।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান।
Discussion about this post