বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র চারটি উইকেট পেলেই তিনি হয়ে উঠবেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি।
এখন ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে মুস্তাফিজ নিয়েছেন ১৪৬টি উইকেট। তালিকার শীর্ষে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান-১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে যার শিকার ১৪৯ উইকেট। সাকিবকে টপকাতে ফিজের প্রয়োজন আরও মাত্র চারটি উইকেট।
আজ রাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। এই ম্যাচেই রেকর্ড ভাঙার সুযোগ থাকছে মুস্তাফিজের সামনে। কারণ, লঙ্কানদের বিপক্ষেই দারুণ বোলিং রেকর্ড আছে কাটার মাস্টারের। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২০টি উইকেট, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৭টি উইকেট তিনি শিকার করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে (১৫ ম্যাচে)।
সাম্প্রতিক ফর্মও আশাব্যঞ্জক মুস্তাফিজের। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে তিনি নিয়েছিলেন ২৮ রানে ৩ উইকেট। সেই জয়ে ভর করেই সুপার ফোরে টিকে ছিল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে ৩৫ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।
Discussion about this post