পেসারদের ভাগ্যটাই এমন, লম্বা সময় টানা খেলার সুযোগ নেই। ইনজুরি নামের শত্রু সঙ্গী হবেই। এই যেমন ফের চোটে পড়লেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ছন্দ দেখা গেছে। কিন্তু টি-টুয়েন্টি সিরিজের মধ্যেই পড়লেন চোটে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে খেলতে পারেন নি তিনি।
সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলামদের নিয়ে পেসে ছিলেন মুস্তাফিজ। ব্যথা নিয়েই দুই ওভার বল করেছিলেন। নেন তিনটি উইকেট। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে আর মাঠে নামা হয়নি। মুস্তাফিজের পুরনো চোট মাথাচাড়া দিলে চলে যান একাদশের বাইরে।
ডান পায়ের অ্যাঙ্কেলের চোট বেশ ভোগাচ্ছে তাকে। এই চোট নিয়েই জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন তিনি। ৫ বল করার পর ব্যথা বাড়লে মাঠের বাইরে ছিটকে পড়েন। খেলা প্রথম দুই ওয়ানডেতে। শেষ ওয়ানডে খেললেও প্রথম টি-টুয়েন্টিতে সেই পুরনো ব্যথা।
মুস্তাফিজের অবস্থা নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছিলেন, ‘গত ম্যাচে মুস্তাফিজ ওর অ্যাঙ্কেলের পুরনো ব্যথা পেয়েছে। তারপরও শেষ দুই ওভার ব্যথা নিয়েই বল করেছে। আজ ওকে পাইনি, ও থাকলে বোলিং বিভাগ আরও আত্মবিশ্বাসী থাকত। তারপরও বোলাররা চেষ্টা করেছে।’
রোববার জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচ। এদিনই শেষ টি-টুয়েন্টি ম্যাচটি খেলে দেশে ফিরবে টাইগাররা। তারপরই অস্ট্রেলিয়ার সঙ্গে ঢাকায় ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। সেখানে মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিল। তবে তাকে নিয়ে সতর্ক টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post