তার নামটা উচ্চারনের সঙ্গে কেমন যেন আক্ষেপ ছড়িয়ে যায়। কাধের অস্ত্রোপচার শেষে মাঠে ফিরলেও সেই চেনা মুস্তাফিজুর রহমানের দেখা নেই! ১২ মাস আগে পাওয়া কাঁধের সেই চোট যেন এখনো যন্ত্রনা দিচ্ছে তাকে। মাঠে ফিরলেও বোলিংয়ের সেই ধার এখন আর নেই। অথচ স্বপ্নের মতো এক শুরু হয়েছিল কাটার মাস্টারের। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ফেরার পর দু-একটি ঝলক। ব্যস শেষ! অভিষেকের পর প্রথম ৯ ওয়ানডেতে নেন ২৬ উইকেট। আর অস্ত্রোপচারের পর জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে নিয়েছেন মাত্র ৩১টি উইকেট।
ক্যারিয়ারের শুরু থেকেই আলাদা নজর পেয়েছেন তিনি। বলা হয়েছে ক্রিকেটোর বিরল এক প্রতিভা। কাটার আর স্লো বলের ম্যাজিকে জয় করেছিলেন ক্রিকেট বিশ্ব। আইপিএলে হায়দরাবাদ দলের সতীর্থ ডেভিড ওয়ার্নার তাকে বলেছিলেন ‘বিশেষ প্রতিভা’। সময়ের পথ ধরে সেই হাসি নেই দ্য ফিজের। কিন্তু এবার সেই ম্যাজিক ফিরিয়ে আনতে তার পাশে কোর্টনি ওয়ালশ। টাইগারদের বোলিং কোচ আলাদা করে সময় দিচ্ছেন মুস্তাফিজকে।
গেম ডেভেলপমেন্ট কোচ মাহবুব আল জাকি মঙ্গলবার মিডিয়াকে বললেন, ‘ও এখন সাফল্য পাচ্ছে না। আমরা ওকে ওর পুরোনো বোলিংয়ের ফর্মুলায় ফিরিয়ে নিতে কাজ করছি। আপাতত ওকে অল্প কিছু স্টেপে একদম উইকেট বরাবর বোলিং করানো হচ্ছে। এরপর যখন মুস্তাফিজ পুরোদমে বোলিং করবে, তখন যেন কাজটা ওর জন্য সহজ হয় সেটানিয়েও ভাবছি।’
দ্য ফিজকে বোঝানো হচ্ছে তাঁর শক্তির জায়গা কী ছিল। কীভাবে তিনি রহস্যময় বোলার হয়ে থাকতে পারেন সেই কৌশলটা বের করার চেষ্টা করছেন ওয়ালশ। তিনি জানালেন, ‘মুস্তাফিজের বোলিং নিয়ে কাজ করছি আমরা। ট্রেনিংয়ে তার ইতিবাচক সাড়া পাচ্ছি। উইকেটের খুব কাছে থেকে বল করানোর চেষ্টা করছি। একইসঙ্গে তার বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করার চেষ্টা করছি। দেখা যাক কী হয়!’
Discussion about this post