সমালোচকদের মুখ বন্ধ করতে এমন একটা ইনিংসই প্রয়োজন ছিল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ লড়ে গেলেন মুশফিকুর রহীম। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে তুলে নিলেন শতরান। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ তার লড়াকু সেই ইনিংস। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের ১ম ইনিংসও। হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিন লাঞ্চের ১২৭.৫ ওভারে অলআউট হয়ে দল করে ৩৮৮ রান। এটি ওভারের হিসেবে ভারতের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ ইনিংস।
সেই লড়াইয়ের পরও ফলো-অন এড়ানো হয়নি। ভারতের ১ম ইনিংস থেকে ২৯৯ রান পিছিয়ে শেষ করে বাংলাদেশ। তবে টাইগারদের ফলো-অন করায় নি ভারত। লাঞ্চের আগেই ২য় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। এর অর্থ উইকেটটা আরো ভেঙ্গে নিয়ে স্পিনারদের হাতে বল তুলে দিতে চাইছেন বিরাট কোহলি।
মুশফিক রোববার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক তুলতে গিয়ে বেশ ঘাম ঝরিয়েছেন। ২৩৫ বল খেলে এই মাইলফলকে পা রাখেন তিনি। ১২৭ রানে থামেন। ২৬২ বল ১৬ চার ও দুটি ছক্কার এই ইনিংস গড়েন। এরই মধ্যে তিনি টপকে যান হাবিবুল বাশারকে (৩০২৬)। টেস্ট এখন তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিম-সাকিবের পরই মুশি!
এদিন মুশফিককে ফিরিয়ে রবিচন্দ্রন অশ্বিন দ্রত আড়াইশ’ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। ৪৫ টেস্টে মাইলফলকে পা রাখেন তিনি। টপকে যান অস্ট্রেলিয়ান কিংবদন্তি বোলার ডেনিস লিলিকে (৪৮)।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস : ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬*, অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদুউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৭.৫ ওভারে ৩৮৮/১০ (তামিম ২৪, সৌম্য ১৫, মুমিনুল ১২, মাহমুদউল্লাহ ২৮, সাকিব ৮২, মুশফিক ১২৭, সাব্বির ১৬, মিরাজ ৫১, তাইজুল ১০, তাসকিন ৮; ভুবনেশ্বর ১/৫২, ইশান্ত ১/৬৯, অশ্বিন ২/৯৮, যাদব ৩/৮৪, জাদেজা ২/৭০)।
Discussion about this post