ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা মহামারিতে অন্যরকম এক ঈদ এসেছে সবার জীবনে। আগের মতো মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর সুযোগ কোথায়? স্বাস্থ্যবিধি মেনেই চলছে ঈদ আয়োজন। শনিবার, ১ আগষ্ট পালিত হচ্ছে ঈদ উল আযহা। কুরবানির ঈদের দিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার।
অন্তর্জালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
যে কোন সামাজিক অনুষ্ঠানেই শুভেচ্ছা জানাতে দেরি করেন না মুশফিকুর রহিম। এবার এই ধর্মীয় উৎসবে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানানোর সঙ্গে চিরন্তন কিছু কথাও শোনালেন। মুশফিক লিখলেন, ‘আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের সঙ্গে কোরবানিগুলোকেও কবুল করবেন আর দুনিয়া ও পরকালে আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন।’
একইভাবে ঈদের শুভেচ্ছা জানালেন আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যিনি এখন পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। স্ত্রী-সন্তানকে নিয়ে কাটছে তার সময়। এই তারকা ক্রিকেটার ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’
মাহমুদউল্লাহ রিয়াদও শুভেচ্ছা জানিয়েছেন। এই অলরাউন্ডার তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
এদিকে ঈদ শুভেচ্ছা জানালেন তারকা ক্রিকেটার রুবেল হোসেনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের জীবন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ মুস্তাফিজুর রহমানও জানালেন ঈদ শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার সব মুসলিম ভাই-বোনদের জানাই ঈদ মুবারক। এই মঙ্গলময় দিনে সবার সুস্বাস্থ্য, শান্তি ও উন্নতি কামনা করছি।’
Discussion about this post