ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার পরিচয় উইকেট কিপার ব্যাটসম্যান। এখন অবশ্য স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও মাঠে নামেন মুশফিকুর রহিম। বল হাতে কম সময়ই দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। সেই বিরল দৃশ্য দেখা গেল মঙ্গলবার। মিরপুরের শেরেবাংলায় নেটে বল হাতে মুশফিক।
শুধু তিনিই নন, ইমরুল কায়েস, সাদমান ইসলামও বল করলেন। লেগ স্পিন করতে দেখা গেল মুশিকে। মজার ব্যাপার হলো তাকে দেখে আরেক ব্যাটসম্যান তামিম ইকবালও বল হাতে মেতে উঠলেন।
বোলিং করে সম্ভবত বেশ মজা পেলেন মুশফিক। এরপর নেটে নয়, ম্যাচেরও বোলিং করার সাহস পেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বোলিংয়ের ছবি দিয়ে সেটাই প্রকাশ করেছেন তিনি।
অবশ্য ঘরোয়া ক্রিকেটে বল হাতে দেখা গেছে মুশিকে। প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র তিনবার বোলিং করেছেন তিনি। তিনবারই প্রথম শ্রেণির ক্রিকেটে। ২০১৩ সালে বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে উইকেট তুলে নেন মুশফিক। নুরুল হাসান এলবিডব্লিউ হন তার বলে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুশফিকের এটিই।
এদিন মজার দৃশ্য দেখা গেল। বল রেখে ব্যাটিং অনুশীলন করলেন তাসকিন। এনিয়ে এই পেসার বলছিলেন ‘আজ আমাদের সব বোলারের ব্যাটিং সেশন ছিল। বেশ উপভোগ করেছি। সত্যি বলতে কী টেল এন্ডারে ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে, আমাদের উন্নতি করতে হবে। আমরাও চেষ্টা করছি, আগের থেকে উন্নতি হচ্ছে।’
Discussion about this post